প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credit: ANI)

নতুন দিল্লি, ৩ সেপ্টেম্বর: এবার হ্যাকারের কবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) টুইটার অ্যাকাউন্ট। এবার হ্যাকাররা টুইটারের সঙ্গে লিঙ্ক করা নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইট হ্যাক করে তাতে ক্রিপটিক টুইট পোস্ট করে গেল। প্রধানমন্ত্রীর জাতীয় রিলিফ ফান্ডে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান দিন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কাকভোরে। এদকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সাইট হ্যাক হওয়া প্রসঙ্গে টুইটার জানিয়েছে কম্প্রোমাইজ অ্যাকাউন্টটি নিরাপদ করতে পদক্ষেপ করা হবে। এবং অ্যাকাউন্টটির উপরে নজর রাখা হচ্ছে। নরেন্দ্র মোদির এই অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ২৫ লাখ ফলোয়ার রয়েছে। এই হ্যান্ডেলের সঙ্গে যুক্ত রয়েছে তাঁর ব্যক্তিগত ওয়েবসাইট https://www.narendramodi.in/ এবং নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপ্লিকেশন। এদিকে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি পিএমও।

প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সোজা তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে হানা দিয়েছে হ্যাকাররা। সেখানে ফলোয়ারদের উদ্দেশে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রধামমন্ত্রীর জাতীয় রিলিফ ফান্ডে আর্থিক অনুদানের অনুরোধ করা হয়েছে। এছাড়াও সেখানে আরও একটি টুইটও পোস্ট করা হয়েছে। সেটি হল,  "This account is hacked by John Wick (hckindia@tutanota.com), We have not hacked Paytm Mall." ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে হইচই শুরু হয়েছে। সাততাড়াতাড়ি বিবৃতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রমে আনার চেষ্টা করছে টুইটার। আরও পড়ুন-IT Ministry Banned PUBG: ভারতে নিষিদ্ধ পাবজি সহ ১১৮ টি মোবাইল অ্যাপ

গত জুলাইতেই মার্কিন মুলুকের নামী শিল্পপতী, বিশিষ্ট ধনীব্যক্তি-সহ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থীর টুইটার অ্যাকাউন্ট একযোগে হ্যাকিংয়ের শিকার হয়। দিনটি ছিল টুইটারের আত্মপ্রকাশের ১৪-তম বছর পূর্তি। সেদিনই সাইবার হানায়  জেফ বেজোস, এলন মাস্ক, বিল গেটস বা ওয়ারেন বাফে'র মতো বিশ্বের প্রথম ১০ ধনীর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন এবং র‍্যাপার কায়ানে ওয়েস্ট, তাঁর স্ত্রী কিম কার্দাশিয়ান, মাইক ব্লুমবার্গ, বিলিওনেয়ার বক্সার ফ্লয়েড মেওয়েদার…আরও কতজন স্বনামধন্য ব্যক্তিত্বের অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এক্ষেত্রেও ছিল ক্রিপ্টোকারেন্সির যোগ। এমন হেভিওয়েটরা যখন টুইটারে সুরক্ষিত নন, তখন সধারণ জনতার অবস্থা কি তা ভালোই বোঝা যাচ্ছে।