নয়াদিল্লি, ৩১ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে দিন-রাত এক করে লড়ছে ছেলে। সংক্রমণ রুখতে লকডাউন (Lockdown India) চলছে দেশে। আবার লকডাউনের জেরে দেশের একটা শ্রেণী চরম সংকটে। চোখের সামনে দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে স্থির থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা হিরাবেন মোদি (Heeraben Modi)। নিজের ব্যক্তিগত সামান্য যা সঞ্চয় ছিল তা দিয়েই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে তুলে দিলেন ২৫ হাজার টাকা।
Prime Minister Narendra Modi's mother Hiraba donates Rs 25,000 from her personal savings to #PMCARES Fund. #COVID19 (File pic) pic.twitter.com/N1Z9G1B31C
— ANI (@ANI) March 31, 2020
দেশের সাধারণ মানুষ থেকে সেলেব, ক্রীড়াবিদ। সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। যার যেটুকু সামর্থ্য তাই-ই তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। দেশের এই দুর্দিনে সকলে মিলে দেশকে আবার উঠে দাঁড় করানোর চেষ্টা করছে। দেশকে করোনা-মুক্ত করে 'মাথা তুলে' দাঁড় করানোর জন্য এই ত্রাণ তহবিল দীর্ঘদিন চালানোর কথা ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি।
People from all walks of life expressed their desire to donate to India’s war against COVID-19.
Respecting that spirit, the Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund has been constituted. This will go a long way in creating a healthier India.
— Narendra Modi (@narendramodi) March 28, 2020
নরেন্দ্র মোদি নিজে টুইটে দেশবাসীর কাছে আর্জি জানিয়েছিলেন, "আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি আপনারা সকলে আপনাদের সামর্থ অনুযায়ী PM-CARES ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিন।"
People from all walks of life expressed their desire to donate to India’s war against COVID-19.
Respecting that spirit, the Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund has been constituted. This will go a long way in creating a healthier India.
— Narendra Modi (@narendramodi) March 28, 2020