Photo source: ANI/Twitter

নয়াদিল্লি, ৩১ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে দিন-রাত এক করে লড়ছে ছেলে। সংক্রমণ রুখতে লকডাউন (Lockdown India) চলছে দেশে। আবার লকডাউনের জেরে দেশের একটা শ্রেণী চরম সংকটে। চোখের সামনে দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে স্থির থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা হিরাবেন মোদি (Heeraben Modi)। নিজের ব্যক্তিগত সামান্য যা সঞ্চয় ছিল তা দিয়েই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে তুলে দিলেন ২৫ হাজার টাকা।

দেশের সাধারণ মানুষ থেকে সেলেব, ক্রীড়াবিদ। সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। যার যেটুকু সামর্থ্য তাই-ই তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। দেশের এই দুর্দিনে সকলে মিলে দেশকে আবার উঠে দাঁড় করানোর চেষ্টা করছে। দেশকে করোনা-মুক্ত করে 'মাথা তুলে' দাঁড় করানোর জন্য এই ত্রাণ তহবিল দীর্ঘদিন চালানোর কথা ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি নিজে টুইটে দেশবাসীর কাছে আর্জি জানিয়েছিলেন, "আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি আপনারা সকলে আপনাদের সামর্থ অনুযায়ী PM-CARES ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিন।"