দিল্লি, ৩০ সেপ্টেম্বর: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) গাজ়া প্ল্যানকে (Gaza Plan) স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ভারতের প্রধানমন্ত্রী এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের গাজ়া প্ল্যানকে স্বাগত জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই গাজ়া প্ল্যান প্যালেস্তাইন এবং ইজরায়েলের মানুষের জীবনে শান্তি এবং সুস্থিতি নামিয়ে আনবে। সেই সঙ্গে পশ্চিম এশিয়ায় শান্তি নামিয়ে আনবে এই গাজ়া প্ল্যান। এমনই জানান ভারতের প্রধানমন্ত্রী।
ট্রাম্পের গাজ়া প্ল্যানকে স্বাগত এশিয়ার আরও বেশ কয়েকটি দেশ। যার মধ্যে রয়েছে কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, জর্ডনের মত দেশগুলি। পাকিস্তানও রয়েছে এই তালিকায়।
সোমবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সফরে যান। আমেরিকায় গিয়ে হোয়াইট হাউসে বৈঠক করেন নেতানিয়াহু। যেখানে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর কথা হয় গাজ়া নিয়ে। আর সেখান থেকেই গাজ়া প্ল্যান উঠে আসে বলে খবর।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। যেখানে ১৪০০ মানুষকে নীরিহভাবে হত্যা করা হয়। সেই সঙ্গে পণবন্দি করা হয় আরও কয়েকশ মানুষকে। সেই থেকে ইজরায়েলের সঙ্গে হামাসের দ্বন্দ্ব চলছে। যার জেরে বিগত ২ বছর ধরে পশ্চিম এশিয়া উত্তপ্ত হয়ে উঠেছে ইজরায়েলের সঙ্গে হামাসের দ্বান্দ্বের জেরে।