Himanta Biswa Sarma, PM Narendra Modi (Photo Credit: Instagram)

গুয়াহাটি, ৯ অগাস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী (Narendra Modi) উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ৬০বার গিয়েছেন। উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রত্যেকটি কোণায় প্রধানমন্ত্রী গিয়েছেন। এবার এমনই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেন, উত্তর-পূর্বের রাজ্যের মানুষকে প্রধানমন্ত্রী কতটা ভালবাসেন, তা অন্য কাউকে বলে দিতে হবে না। এসব রাজ্যের সম্পর্কে তিনি ওয়াকিবহাল বলে মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী। মণিপুর যখন জ্বলছে, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সে রাজ্যে গেলেন না শান্তি ফেরাতে, তা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার।

এমনকী সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়, তা নিয়ে আলোচনা করতেও গিয়েও প্রধানমন্ত্রীকে মণিপুর ইস্যুতে বিদ্ধ করেন বিরোধীরা। প্রধানমন্ত্রী কেন মণিপুরে গেলেন না, বিরোধীদের এই প্রশ্নের জবাবে এবার গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এমনই বক্তব্য পেশ করেন অসমের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত গত ৩ মে থেকে মেইতেই এবং কুকিদের বিবাদের জেরে উত্তপ্ত মণিপুর। দুই সম্প্রদায়ের বিবাদের জেরে মণিপুরে এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও অনেকে। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন বিরোধীরা।