দিল্লি স্টেশনের ঘটনায় শোকপ্রকাশ মোদীর (ছবিঃX)

নয়াদিল্লিঃ নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে(New Delhi Railway Station) মর্মান্তিক দুর্ঘটনা(Accident)। মহাকুম্ভে (Mahakumbh 2025)যাওয়ার পথে পদপিষ্ট(Delhi Stampede) হয়ে মৃত্যু ১৮ পুণ্যার্থীর। আহত ১২ জন। এই ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার রাতেই এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে ব্যথিত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।"

নয়াদিল্লি স্টেশনের ঘটনায় শোকপ্রকাশ মোদীর

পাশাপাশি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অন্যদিকে আহতদের সঙ্গে দেখা করতে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। প্রসঙ্গত, এদিন রাতে নয়াদিল্লি স্টেশনের ১৪ এবং ১৫ পাশাপাশি দু'টি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজমুখী দু'টি ট্রেন। স্টেশনে তিল ধারণের জায়গা ছিল না। আর তার উপর দু'টি ট্রেনই দেরিতে আসায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি। আর এই ভিড়ের মধ্যে পড়েই মৃত্যু হয় ১৮ জন পুণ্যার্থীর। গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। এই ঘটনার এক মাসও কাটেনি তার মধ্যেই বড় বিপর্যয়।

মহাকুম্ভের পথে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ পুণ্যার্থীর, শোকপ্রকাশ মোদীর