কানাডায় মোদী (ছবিঃANI)

আগামী ২৩ জুলাই থেকে ফের বিদেশ সফরে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এবার তাঁর সফর হবে ব্রিটেন ও মালদ্বীপের মধ্যে। ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সফর চলবে। সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে কূটনৈতিক, বানিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার। বিদেশমন্ত্রক সূত্রের খবর, এই সফরে একাধিক চুক্তি সাক্ষর হতে পারে। যা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৩ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত মোদী থাকবেন ব্রিটেনে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে এই প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন মোদী।

ব্রিটেন সফরে যেতে চলেছে প্রধানমন্ত্রী মোদী

জানা যাচ্ছে, এই সফরে ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বানিজ্য চুক্তি সাক্ষর হতে চলেছে। এই চুক্তির মাধ্যমে লাভবান হবে দুই দেশেরই বানিজ্য ব্যবস্থা। ৯৯ শতাংশ ভারতীয় রপ্তানী পণ্যের উপর শুল্ক হ্রাস পাবে। অন্যদিকে ব্রিটেন থেকে আমদানি করা চকোলেট, গাড়ি, হুইস্কি দামও কম হবে। ২০২২ সাল থেকে দুই দেশের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল। এরমধ্যে ব্রিটেনে রাজনৈতিক পালাবদলের কারণে চুক্তি সাক্ষর স্থগিত হয়ে গিয়েছিল। অবশেষে চলতি মাসে এই চুক্তিতে সাক্ষর করবে দুই দেশ। যদিও এতে দুই দেশের মন্ত্রিসভারও অনুমোদন লাগবে। তারপর কার্যকর হবে।

অন্যদিকে, আগামী ২৫ ও ২৬ জুলাই মালদ্বীপ যাবেন প্রধানমন্ত্রী। মহম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম মালদ্বীপ সফরে যাচ্ছেন মোদী। মালদ্বীপে ভারত বিরোধী প্রচার করে ক্ষমতা পান মুইজ্জু। যে কা্রণে দুই দেশের সম্পর্ক কিছুটা হলেও নিম্নমুখী হয়। তবে প্রেসিডেন্ট হওয়ার পর মুইজ্জু হারে হারে টের পান যে ভারতের সঙ্গে দুরত্ব বাড়িয়ে তিনি কার্যত নিজের সমস্যা নিজেই ডেকে এনেছেন। সেই কারণে তিনি অবশ্য এরমধ্যে ২-৩ বার ভারত সফর করে গিয়েছেন। এই সফরের মাঝে প্রধানমন্ত্রী মোদীকে একাধিকবার আমন্ত্রণ করেছিলেন। কিন্তু তিনি যাননি। অবশেষে চলতি বছর মালদ্বীপের ৬০ বছর জাতীয় দিবসে বিশেষ অতিথি হিসেবে আসতে চলেছেন প্রধানমন্ত্রী।