নয়াদিল্লি, ৮ জুলাই: করোনাভাইরাসে সংক্রমণের মধ্যেই এবার জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'ইন্ডিয়া গ্লোবাল উইক -২০২০' অনুষ্ঠানে ৩০ টি দেশ এবং মোট ৫ হাজার জন অতিথির সামনে বক্তব্য তুলে ধরবেন নরেন্দ্র মোদি। ৯ জুলাই, বৃহস্পতিবার বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এস জয়শঙ্কর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে।
নরেন্দ্র মোদি টুইটে জানিয়েছেন, "India Inc.-র তরফে আগামিকাল ইন্ডিয়া গ্লোবাল উইকের আয়োজন করা হয়েছে। ভারতের বাণিজ্য এনং বিদেশি বিনিয়োগ পরিকাঠামো সম্পর্কে গোটা বিশ্বের সামনে বার্তা রাখা হবে। কোভিড-১৯ পরবর্তী আর্থিক পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা চলবে।"
Will be addressing the India Global Week, organised by @IndiaIncorp at 1:30 PM tomorrow. This forum brings together global thought leaders and captains of industry, who will discuss aspects relating to opportunities in India as well as the global economic revival post-COVID.
— Narendra Modi (@narendramodi) July 8, 2020
#BeTheRevival: India and a Better New World, এটিই ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০-র থিম। তিন দিনের এই কনফারেন্স শুরু হবে ৯ জুলাই, চলবে ১১ জুলাই পর্যন্ত। সংস্কৃতি, ব্যবসা, স্ট্র্যাটেজি সম্পর্কিত আলোচনা হবে এই সম্মেলনে।