PM Modi, Rishi Sunak (Photo Credit: ANI/Twitter)

ব্রিটেনের নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবি হলেও রিচমন্ড কেন্দ্র থেকে জিতে গিযেছেন ঋষি সুনাক (Rishi Sunak)। তবে দলের পরাজয়ের কারণে এবার ব্রিটেনে সরকার গঠন করতে চলেছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের বিদায়বেলায় ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ব্রিটেনের আপনা প্রশংসনীয় নেতৃত্বের কারণে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়েছে। এরজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতের জন্য আপনি এবং আপনার পরিবারকে জন্য শুভেচ্ছা রইল।

ব্রিটেনের নির্বাচনে ৬৫০টি আসনে ৪১১টি আসনে লেবার পার্টি জয় পেয়েছে। প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কিয়ের স্টার্মার বড় জয় পেয়েছে। ২০১০ সালের পর আবারও ক্ষমতায় এল লেবার পার্টি। ভোটপ্রচারের সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ক্ষমতায় এলে তাঁরা বিদেশ নীতির দিকেই ছুঁকবে। এমনকী ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় বলে জানিয়েছেন কিয়ের স্টার্মার। এমনকী ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয় অভিবাসীদের জন্য দিওয়ালী, হোলির মতো উৎসবে মেতেছিলেন লেবার পার্টির নেতানেত্রীরা

অন্যদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর সর্বসমক্ষে ক্ষমা চাইলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী দফতর থেকে বেরোনোর সময় সুনাক বলেন, "আমি অত্যন্ত দুঃখিত। ইতিমধ্যেই আমি ইস্তফাপত্র জমা দিয়েছি। এই নির্বাচনের মাধ্যমে আমি স্পষ্ট ইঙ্গিত পেয়েছি যে, জনসাধারণ সরকারের বদল চায়। তাঁদের রায় আমি গ্রহণ করেছি। আমি এই ক্ষতির দায় নিচ্ছি এবং দলের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি"।