শ্রীনগর, ২৩ সেপ্টেম্বর: ভূ -স্বর্গের ভোটে আক্রমণাত্মক ঢঙে প্রচার সারলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কথা ঘোষণা করেছিলেন অমিত শাহ। এই ইস্যুতে আসন্ন জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তুললেন কংগ্রেসের শীর্ষ নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শ্রীনগরের নির্বাচনী জনসভায় রাহুল বললেন, " ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যে পরিণত করা হয়েছে। রাজ্য ভেঙে নতুন রাজ্য করা হয়েছে। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় তৈরি হয়েছে। তেলাঙ্গানা তৈরি হয়েছে অন্ধ্র প্রদেশ ভেঙে। কিন্তু ভারতের ইতিহাসে এর আগে কখনও কোনও রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়নি। যা হয়েছে জম্মু-কাশ্মীরের সঙ্গে। প্পথমবারএকটি রাজ্যের মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে,সেটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। আপনারা অবিচারের শিকার হয়েছেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমি চাই আপনাদের এখানে যত দ্রুত সম্ভব রাজ্যের মর্যাদা ফিরে আসুক।"
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর (LG)-কে বহিরাগত রাজাবাবু বলে কটক্ষ করেন রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে লোকসভার বিরোধী দলনেতা শ্রীনগরের সভায় কটাক্ষ করে বলেন, উনি 'মন কি বাত'-এ বড় কথা বলে 'কাম কি বাত' (কাজের কথা) ভুলে যান।
জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রচারে আক্রমণাত্মক রাহুল গান্ধী
#WATCH | Srinagar, J&K | Lok Sabha LoP & Congress leader Rahul Gandhi says, "In India, UTs were made states. States were divided. Madhya Pradesh was divided to form Chhattisgarh, Bihar was divided to form Jharkhand, and Andhra Pradesh was divided to form Telangana. But, never in… pic.twitter.com/hRJfoSjUFm
— ANI (@ANI) September 23, 2024
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেস আসন সমঝোতা করে লড়ছে ন্যাশনল কনফারেন্স, সিপিএম ও প্যান্থার্স পার্টি-র সঙ্গে। ৯০ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থী দিয়েছে ৩২টি আসনে। সেখানে ন্যাশনাল কনফারেন্স ৫৩টি, সিপিআই(এম) ও প্যান্থার্স পার্টি ১টি করে আসনে প্রার্থী দেয়।