Narendra Modi spoke to Mallikarjun Kharge. (Photo Credits: X)

নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর: আজ, রবিবার জম্মু-কাশ্মীরের কাঠোয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার যুক্তিতে সভায় কথা বলার সময় সাময়িক জ্ঞান হারিয়ে চোখ বুজে আসে খাড়গের। সেটা বুঝতে পেরে মঞ্চে উপস্থিত কংগ্রেস নেতারা ডাক্তার ডাকেন। প্রাথমিক চিকিতসার পর ডাক্তাররা ৮২ বছরের খাড়গেকে বিশ্রাম নিতে বলেন। কিন্তু জল খেয়েই ফের মঞ্চে উঠে খাড়গে বলেন , "নরেন্দ্র মোদী-কে প্রধানমন্ত্রীর পদ থেকে না সরিয়ে আমি মরব না। এই অপসাসন দূর করতেই হবে।"

সন্ধ্যায় সেই নরেন্দ্র মোদীই ফোন করে খাড়গে-কে জিজ্ঞাসা করলেন, 'এখন কেমন আছেন'?। রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে সৌজন্য দেখিয়ে দেশের প্রধান বিরোধী দলের সভাপতি খাড়গেকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলেন, শরীর কেমন আছে'? খাড়গে মোদীকে ফোনে বলেন, তিনি ভাল আছেন। পাল্টা প্রধানমন্ত্রীর শরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন কংগ্রেস সভাপতি।

খাড়গেকে ফোন মোদীর

এদিন খাড়গের অসুস্থ হয়ে পড়ার পিছনে, অসম্ভব পরিশ্রমের কথাই বলেছেন ডাক্তাররা। গত এক মাস ধরে কখনও হরিয়ানা, তো কখনও জম্মু-কাশ্মীরের নানা প্রান্তে ঘুরে প্রচার সারছেন। কংগ্রেস সভাপতি হয়ে আসার পর থেকে খাড়গের ওপর চাপ বেড়েছে। কিন্তু ৮২-র খাড়গে হাসিমুখে সব দায়িত্ব পালন করে চলেছেন।