Photo Credits: Lok Sabha TV

নয়াদিল্লি: অবশেষে বৃহস্পতিবার বিকেলে লোকসভায় (Lok Sabh) অনাস্থা প্রস্তাব বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে মণিপুরের (Manipur) হিংসা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কেন্দ্র ও রাজ্য সরকার অভিযুক্তদের কড়া শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যে খুব তাড়াতাড়ি শান্তি ফিরবে বলেও আশ্বাস দিলেন।

মণিপুরের ঘটনা প্রসঙ্গে লোকসভায় প্রধানমন্ত্রী বলেন, "অপরাধীকে কঠিনতম শাস্তি (strictest punishment) দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়েই যা কিছু সম্ভব তাই করছে। আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে আগামী সময়ে মণিপুরে শান্তি (peace) ফিরে আসবেই। আমি মহিলা ও মণিপুরের কন্যাদের-সহ রাজ্যের সমস্ত মানুষকে বলতে চাই দেশ আপনাদের সঙ্গে রয়েছে।"

বক্তব্যের ঘণ্টাখানেক মণিপুর নিয়ে কথা বলেননি প্রধানমন্ত্রী মোদি। নিজের বক্তব্যে কংগ্রেস (Congress)-সহ বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদদের বারবার কটাক্ষ করতে দেখা যায় তাঁকে। তীব্র আক্রমণও করেন। পরে কংগ্রেস ও বিরোধী সাংসদরা লোকসভায় থেকে ওয়াক আউট করে বেরিয়ে গেলে মণিপুর নিয়ে কথা শুরু করেন প্রধানমন্ত্রী। তার আগে কংগ্রেসকে তোপ দেগে বলেন, "আমি কংগ্রেসের সমস্যাগুলোর কথা বুঝতে পারছি। কয়েক বছর ধরে ওরা শুধু নিজেদের বারবার আত্মপ্রকাশ করিয়েই চলেছে, একটা ব্যর্থ পণ্য। প্রতিবারই আত্মপ্রকাশ করার চেষ্টা ব্যর্থ হয়। এর ফলে ওদের ভোটারদের প্রতি ঘৃণা শীর্ষে উঠেছে। আত্মপ্রকাশের চেষ্টা ব্যর্থ হয় আর ওদের মধ্যে ভোটারদের প্রতি ঘৃণা বাড়ে। কিন্তু, জনসংযোগের লোকেরা ভালোবাসার দোকান নামে চালানোর চেষ্টা করছে। এই কারণেই দেশের মানুষ বলছে, এটা লুটের দোকান, মিথ্যার বাজার।"