নয়াদিল্লিঃ রাশিয়া (Russia) থেকে তেল(Oil) কেনার শাস্তি স্বরূপ ভারতের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা(America)। শুরু থেকেই এই মার্কিন হুঁশিয়ারিকে খুব একটা তোয়াক্কা করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই আবহে স্বদেশি পণ্যের উপর জোর দিলেন মোদী। দোকানগুলিতে 'স্বদেশি পণ্য' লিখে বিক্রি করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।
সোমবার আমেদাবাদের সভা থেকে আরও একবার আমেরিকার শুল্কবানের সামনে মাথা না নত করার বার্তা দিয়েছেন তিনি। চাপ বাড়ালেও কোনওভাবেই আত্মসমর্পণ করবে না ভারত, একথা স্পষ্ট জানিয়ে দেন মোদী। এই বিষয়ে মোদী বলেন, "ভারত শুরুতেই আত্মনির্ভর সংকল্প নিয়েছিল। সেই সংকল্পের দিকে আমরা দ্রুত অগ্রসর হয়েছি।" এরপরই স্বদেশী পণ্যের উপর জোর দেওয়ার কথা বলেন মোদী। তাঁর কথায়, "সামনেই উৎসবের মরশুম। নবরাত্রি, দুর্গাপুজো, ধনতেরাস, দীপাবলির মতো উৎসব। এগুলি শুধুমাত্র আমাদের সংস্কৃতি তা না। এগুলিকে আত্মনির্ভর করে তোলার উৎসব হিসেবে দেখতে হবে। আমি বলব উৎসবের সময় যতটা পারবেন দেশি পণ্য ব্যবহার করুন। এই ছোট পদক্ষেপই দেশকে এগিয়ে নিয়ে যাবে।" সেই সঙ্গেই 'মেক ইন ইন্ডিয়া' দ্রব্য বিক্রিতে জোর দেওয়ার পরামর্শ দিয়ে মোদী বলেন, "ভারতীয় ব্যবসায়ীরা দোকানে দেশি পণ্যের বোর্ড লাগান। গর্ববোধ করুন।"
দোকানে 'স্বদেশি পণ্য'-এর বোর্ড লাগান, আমেরিকার শুল্কবানে মাঝেই বড় ঘোষণা মোদীর
#PMMODI while addressing a rally in Ahmedabad has vowed to protect the interests of India’s farmers, shopkeepers, and small entrepreneurs. His statement came just days before US President Donald Trump’s 50% tariff on Indian goods takes effect.#Tariffs #DonaldTrumpTariffs pic.twitter.com/y4QKn5LhUr
— CNBC-TV18 (@CNBCTV18News) August 25, 2025