
দেশের কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করতে আজ থেকে শুরু হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান (Viksit Krishi Sankalp Abhiyan)। ২৯ মে থেকে আগামী ১২ জুন পর্যন্ত টানা দু’সপ্তাহ ধরে চলবে এই অভিযান। মোট ২ হাজার জনের একটি টিম কাজ করবে এই অভিযানে। এর মাধ্যমে কৃষিক্ষেত্রে কীভাবে মানোন্নয়ন করা হবে, কীভাবে বিজ্ঞানের সাহায্যে কৃষিকার্যে সহায়তা পাবেন দেশের কৃষকরা, সেই বিষয়টি দেখা হবে। ল্যাবে দীর্ঘদিন ধরে পরীক্ষা চালিয়ে অবশেষে মাঠে নেমে কৃষকদের সাহায্য করবেন কৃষি বিজ্ঞানীরা।
বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন, “বিকশিত কৃষি সংকল্প অভিযান একটি অনন্য উদ্যোগ। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে খারিফ মরসুমেরও প্রস্তুতি শুরু হতে চলেছে। তাই আগামী ১২-১৫ দিনের মধ্যে বিজ্ঞানী, বিশেষজ্ঞ, সরকারী আধিকারিক ও প্রগতিশীল কৃষকদের সমন্বয়ে গঠিত ২০০টির বেশি দল সা দেশের গ্রাম পরিদর্শন করবে এবং ১০০টির বেশি জেলা অসংখ্য কৃষকদের কাছে পৌঁছাবে”।
দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য
Watch: PM Narendra Modi's remarks at the launch of 'Viksit Krishi Sankalp Abhiyan'
PM Modi says, "Viksit Krishi Sankalp Abhiyan is a unique initiative. As the monsoon sets in and preparations for the Kharif season begin, over the next 12–15 days, more than 2,000 teams —… pic.twitter.com/1lzEAkSObC
— IANS (@ians_india) May 29, 2025
বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে আশাবাদী কৃষিমন্ত্রী
এই প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “আজ দেশের খাদ্যভাণ্ডার পরিপূর্ণ। প্রতিটি শস্যেরই অভূতপূর্ব ফলন হচ্ছে। চাল, গম, সোয়াবিন, বাদাম রেকর্ড পরিমাণে উৎপাদম হয়েছে। ভারতের কৃষি বিজ্ঞানীরা এখন আর ল্যাবে বসবেন না। তাঁরা বাইরে বেরিয়ে কৃষকদের ফসলের ফলন বাড়াতে সাহায্য করবেন। সেই কারণেই আজ থেকে বিকশিত কৃষি সংকল্প অভিযান লঞ্চ করা হয়েছে”।