দিল্লি, ১ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের চেয়ারম্যান অর্থাৎ অর্থনৈতিক উপদেষ্টা কমিটির প্রধান বিবেক দেবরায় (Bibek Debroy) প্রয়াত। ৬৯ বছরে প্রয়াত বিবেক দেবরয়। AIIMS এ ভর্তি ছিলেন বিবেক দেবরায়। AIIMS এ চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের চেয়ারম্যানের। বিবেক দেবরায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোকবার্তা শেয়ার করেন প্রধানমন্ত্রী।
১৯৫৫ সালের ২৫ জানুয়ারি জন্ম হয় বিবেক দেবরায়ের। শিলংয়ে জন্ম হয় বিবেক দেবরয়ের। তাঁর পূর্বপুরুষ অধুনা বাংলাদেশের সিলেটের বাসিন্দা ছিলেন। সিলেট থেকে ভারতে প্রবেশ করেন দেবরায় পরিবার। এরপর শিলংয়ে জন্ম হয় বিবেক দেবরায়ের। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে শুরু করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পর কেমব্রিজ থেকে পাশ করেন বিবেক দেবরয়।
আরও পড়ুন: Economist Bibek Debroy Death: প্রয়াত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বিবেক দেবরায়
২০১৫ সাল থেকে নীতি আয়োগের সদস্য হিসেবে কাজ শুরু করেন বিবেক দেবরায়। অত্যন্ত সফল কাজের সৌজন্য পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন বিবেক দেবরয়। ২০১৬ সালে লাইফটাইম অ্যাচিভমেন্টেও ভূষিত হন প্রয়াত এই অর্থনীতিবিদ। ভারত-অস্ট্রেলিয়া চেম্বার অফ কমার্স থেকেও অনন্য সম্মানে ভূষিত হন বিবেক দেবরয়। এরপর ২০১৭ সালেই বিবেক দেবরায় প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে নিয়োজিত হন।
অর্থনীতির পাশাপাশি সংস্কৃত এবং পুরাতন ভারতের ইতিহাসও চর্চা করতেন বিবেক দেবরায়। ফলে তাঁর মৃত্যুতে দেশ থেকে এক রত্ন খোঁয়া গেল বলেই মনে করছেন অনেকে।