নয়াদিল্লিঃ নীতি আয়োগের (Niti Aayog) বৈঠকের পর আজ, ২৮ জুলাই দিল্লিতে বিজেপি (BJP) শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের (Chief Ministers) সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই বৈঠকে যোগ দিচ্ছেন ১৩ জন মুখ্যমন্ত্রী ও ১৫ জন উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Ministers)। এ ছাড়া এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফল প্রকাশের পর এই প্রথম মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন নমো। রবিবার সকালে দিল্লির বিজেপি সদর দফতরে হাজির হয়েছে মোদীর কনভয়। গাড়ি থেকে নেমে বিজেপি ভবনে প্রবেশ করেছেন নমো। লোকসভা নির্বাচনের পর্যালোচনা, বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি, বিভিন্ন রাজ্যের পরিকাঠামো নিয়ে সরকারের ভাবনা সহ একাধিক বিষয়ে আজ আলোচনা হিতে পারে বলে সূত্রের খবর।
বিজেপি সদর দফতরে হাজির মোদীর কনভয়
VIDEO | PM Modi (@narendramodi) arrives at the BJP headquarters in Delhi to chair the key meeting with Chief Ministers and Deputy Chief Ministers of BJP-ruled states.
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/jeGtBdDhH6
— Press Trust of India (@PTI_News) July 28, 2024
দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত
#WATCH | Goa CM Pramod Sawant leaves from Goa Sadan in Delhi.
He will attend the meeting of BJP CMs and Deputy CMs at BJP headquarters. pic.twitter.com/nfn25H6YxS
— ANI (@ANI) July 28, 2024
বৈঠকে যোগ দিচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ
#WATCH | Odisha CM Mohan Charan Majhi leaves from Odisha Niwas in Delhi
He will attend the meeting of BJP CMs and Deputy CMs at BJP headquarters. pic.twitter.com/FgSbOs56Mj
— ANI (@ANI) July 28, 2024