নতুন দিল্লি, ১০ অক্টোবর: দেশের রাজনীতির মহীরুহ তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ( Mulayam Singh Yadav) প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মুলায়াম সিং যাদবকে দেশে এমার্জেন্সি বা জরুরি অবস্থায় গণতন্ত্র রক্ষার যুদ্ধে অন্যতম প্রধান সৈনিক বলেও উল্লেখ করলেন মোদী। সংসদীয় কাজকর্মে তাঁর হস্তক্ষেপ ও দেশের উন্নতিতে অবদানের কথাও বলেন প্রধানমন্ত্রী।
মুলায়মের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে মোদী সরকারের মন্ত্রীরা। মুলায়ামের মৃত্যু অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করে শোকপ্রকাশ করেছে কংগ্রেস।
প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা (Samajwadi Party Founder) মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। সোমবার সকালে গুরুগ্রাম মেদান্ত হাসপাতালে ভর্তি থাকাকালীন মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিল ৮২ বছর।
দেখুন টুইট
PM Modi remembers Samajwadi Party supremo Mulayam Singh Yadav and says he was "a key soldier for democracy during the Emergency".
"His Parliamentary interventions were insightful and emphasised on furthering national interest," PM adds.
(file photo) pic.twitter.com/FnWEmbsuSa
— ANI (@ANI) October 10, 2022
সোমবার সকালে সোশ্যাল মিডিয়াতে খবরটি প্রথম পাওয়া যায়। পরে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ও নিজের বাবার মৃত্যুর খবরটি সত্যি বলে জানান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা অখিলেশ সিং যাদব। একটি টুইট করে মুলায়ম সিং যাদবের মৃত্যুর খবরটি সুনিশ্চিত করেন সমাজবাদী পার্টির বর্তমান প্রধান অখিলেশ।
অসুস্থতার কারণে গত ২২ অগাস্ট গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং যাদব। এরপর গত ২ অক্টোবর বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। গতকাল রবিবার আচমকা তাঁর অবস্থা আরও খারাপ হতে শুরু করে। চিকিৎসকরা সমস্ত রকম চেষ্টা চালিয়েও অবশেষে ব্যর্থ হলেন। সোমবার সকালে অবসান হল সব লড়াইয়ের। বর্ষীয়ান এই নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক মহলে।