দিল্লি, ১৫ অগাস্ট: ৭৭-তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে নারী ক্ষমতায়নের প্রতি জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়নের পাশাপাশি মহিলাদের আরও বেশি করে কীভাবে স্বাধীনতা দেওয়া যায়, সে বিষয়ে জোর দিলেন নরেন্দ্র মোদী। এসবের পাশাপাশি প্রধানমন্ত্রী স্বাধীনতাদিবসের মঞ্চ থেকে মণিপুরের পাশে থাকার বার্তা দেন। ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশে পরিণত হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের মঞ্চ থকে পরিবারবাদের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, ভারতের অর্থনীতিকে কীভাবে শক্তিশালী করা যায়, সেটাই লক্ষ্য।ভারতের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পরিবারবাদকে বর্জন করতে হবে বলে নাম না করে রাজনৈতিক দলগুলির প্রতি কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
আগামী ৫ বছরের মধ্যে গ্লোবাল ইকোনমিতে পাকাপাকি জায়গা করে নেবে ভারত। ১৫ অগাস্ট এই বার্তাও শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। গরীবি কমতে শুরু করলে, মধ্যবিত্ত মানুষের জীবনের মান উন্নত হতে শুরু করবে। ভারতবর্ষের মোট জনসংখ্যার মধ্যে ১৩,৫ কোটি মানুষ গরিবী থেকে বেরিয়ে আসবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।