বিশাখাপত্তনম, ২১ জুনঃ আজ ২১ জুন, শনিবার আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই বিশেষ দিন। একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে বিশাখাপত্তনমে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আরকে বিচে বিশেষ আয়োজন করা হয়েছে। এদিন সকাল সকাল অনুষ্ঠানস্থলে পৌঁছন মোদী। বিশাখাপত্তনম থেকে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যোগার ভূমিকার উপর জোর দিলেন মোদী।
আরকে বিচে মোদীর সঙ্গে যোগা দিবস উদযাপনে তিন লক্ষেরও বেশি মানুষ যোগ দেন।মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণও এখানে যোগাসনে অংশগ্রহণ করেছেন। সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যোগাকে একটি 'বিরতি বোতাম' হিসাবে বর্ণনা করলেন। যা মানবজাতির শ্বাস নিতে, ভারসাম্য বজায় রাখতে এবং আবার সুস্থ হয়ে উঠতে প্রয়োজন। তিনি আরও বললেন, 'যোগাই গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে। যোগা বয়স, সীমানা নির্বিশেষে সকলের জন্য।’
বিশাখাপত্তনমের আরকে বিচে যোগা দিবস উদযাপন, নেতৃত্ব দিলেন মোদীঃ
#WATCH | Andhra Pradesh: A large gathering of people joins PM Narendra Modi in Andhra Pradesh in celebrating #InternationalDayofYoga2025, in Visakhapatnam.
CM N Chandrababu Naidu and Deputy CM Pawan Kalyan are also participating in the Yoga session here.
(Source: ANI/DD News) pic.twitter.com/tV963KVigJ
— ANI (@ANI) June 21, 2025
২০২৫ সাল পড়তে না পড়তেই গোটা বিশ্ব জুড়ে একের পর এক অশান্তির ঘটনা ঘটে চলেছে। ভূমিকম্প, সন্ত্রাসী হামলা, দেশে দেশে যুদ্ধ, বিমান দুর্ঘটনা। অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব। এই আবহে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বললেন, 'দুর্ভাগ্যবশত, আজ সমগ্র বিশ্ব উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। অনেক অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এমন সময়ে, যোগব্যায়াম আমাদের শান্তির দিকনির্দেশনা দেয়। যোগা হল বিরতির বোতাম।