PM Narendra Modi (Photo Credits: PIB) ..

নতুন দিল্লি, ১০ অগাস্ট: আজ, মঙ্গলবার উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের (Pradhan Mantri Ujjwala Yojana - PMUY) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। উত্তরপ্রদেশের মাহোবা জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই যোজনার উদ্বোধন করেন মোদী। উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণে সাধারণ মানুষের হাতে এলপিজি সংযোগ তুলে দেওয়া হয়। উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের আওতায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ ছাড়াও একটি করে হটপ্লেটও দেওয়া হচ্ছে দরিদ্র মহিলাদের।

সেই সঙ্গে প্রথম বারের এলপিজি সিলিন্ডারটিও পুরোপুরি বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি এই যোজনায় নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটিও একেবারে সরল করা হয়েছে। উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণে নামমাত্র নথি দেখিয়েই বিনামূল্যে রান্নার গ্যাস পাবেন দরিদ্রসীমার নীচে থাকা পরিবারের মহিলারা।

এ ছাড়া, পরিযায়ীদের ক্ষেত্রে রেশন কার্ড বা ঠিকানার প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই।