নতুন দিল্লি, ১০ অগাস্ট: আজ, মঙ্গলবার উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের (Pradhan Mantri Ujjwala Yojana - PMUY) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। উত্তরপ্রদেশের মাহোবা জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই যোজনার উদ্বোধন করেন মোদী। উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণে সাধারণ মানুষের হাতে এলপিজি সংযোগ তুলে দেওয়া হয়। উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণের আওতায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ ছাড়াও একটি করে হটপ্লেটও দেওয়া হচ্ছে দরিদ্র মহিলাদের।
Pradhan Mantri Ujjwala Yojana 2.0 will benefit one crore more families. Ujjwala Yojana 2.0 provides a stove and the first refill free of cost to the beneficiaries. The enrollment procedure will require minimal paperwork. #PMUjjwala2 pic.twitter.com/2Z8FHoeVGZ
— Ravi Shankar Prasad (@rsprasad) August 10, 2021
সেই সঙ্গে প্রথম বারের এলপিজি সিলিন্ডারটিও পুরোপুরি বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি এই যোজনায় নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটিও একেবারে সরল করা হয়েছে। উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণে নামমাত্র নথি দেখিয়েই বিনামূল্যে রান্নার গ্যাস পাবেন দরিদ্রসীমার নীচে থাকা পরিবারের মহিলারা।
Govt under the leadership of PM @narendramodi ji has been working tirelessly to ensure that no family remains without an LPG connection.
For the same, Ujjwala 2.0 is launched to include all those not covered under Ujjwala 1.0 #PMUjjwala2 #Ujjwala2 pic.twitter.com/GnOHpPxJ73
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) August 10, 2021
এ ছাড়া, পরিযায়ীদের ক্ষেত্রে রেশন কার্ড বা ঠিকানার প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই।