দিল্লি, ৩ এপ্রিল: থাইল্যান্ডে (Thailand) পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে উপলক্ষ্যে বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে (Bangkok) পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী। সম্মেলনের পাশাপাশি ভারতের সঙ্গে থাইল্যান্ডের সম্পর্ক যাতে আরও মজবুদ হয়, সে বিষয়ে জোর দেওয়া হবে বলে খবর।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে পৌঁছলে, ডন মুয়েং বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়। সেই সঙ্গে থাইল্যান্ডে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষ প্রধানমন্ত্রীর সম্মানে ভাঙড়া প্রদর্শন করেন। থাইল্যান্ড সফরের পর প্রধানমন্ত্রীর পরের গন্তব্য শ্রীলঙ্কা।
আরও পড়ুন: PM Naredra Modi In Thailand: ভূমিকম্প বিধ্বস্ত থাইল্যান্ড সফরে মোদী, কেন তড়িঘড়ি ব্যাংকক যাত্রা?
শ্রীলঙ্কায় (Sri Lanka) নয়া প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী প্রতিবেশী দ্বীপরাষ্ট্রে যাবেন। ফলে প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফরে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে BIMSTEC সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনে থাইল্যান্ড, ভূটান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমারের প্রতিনিধিরা থাকবেন। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরল টেকনিকাল অ্যান্ড ইকনোমিক কোঅপারেশন (BIMSTEC) এর সম্মেলনে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের বাঁধন আরও মজবুদ হবে বলেই মনে করা হচ্ছে।
ব্যাঙ্ককে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী...
PM Narendra Modi posts on 'X': "Landed in Bangkok, Thailand. Looking forward to participating in the upcoming official engagements and strengthening the bonds of cooperation between India and Thailand." pic.twitter.com/EV8jUz0GGg
— ANI (@ANI) April 3, 2025
BIMSTEC সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী এবার নেপাল (Nepal), বাংলাদেশ (Bangladesh) এবং মায়ানমারের (Myanmar) রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করবেন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলাপ আলোচনা হবে বলে খবর। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে যে বাণিজ্য এবং উন্নয়ন চলছে, তার গতিতে আরও ভালভাবে চালিত করতেই এই BIMSTEC সম্মেলন। যা গত কয়েক দশক ধরে চলে আসছে।
এদিকে থাইল্যান্ড এবং মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর পড়শি দেশগুলির প্রতি ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। থাইল্যান্ড এলং মায়ানমারকে ফের নতুন কের পুনর্গঠন করতে ভারত যেভাবে পাশে থাকছে, তার মাঝেই এবার প্রধানমন্ত্রী মোদীর BIMSTEC সম্মেলনে হাজিরা।
অন্যদিকে BIMSTEC সম্মেলনে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করবেন কি না, সেদিকেও তাকিয়ে আন্তর্জাতিক মহল।