Rahul Gandhi (Photo Credit:X)

জামশেদপুর, ৯ নভেম্বর: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। জামশেদপুরে দলীয় প্রচার সমাবেশে দাঁড়িয়ে রাহুল বললেন, " প্রধানমন্ত্রী মোদী এমন পুঁজিবাদীদের পুঁজি দেন, যারা বিদেশী বিনিয়োগ করেন।" কংগ্রেসের শীর্ষ নেতা তথা রায়বারেলির সাংসদ জনসভায় উপস্থিত ব্যক্তি ও ভোটারদের উদ্দেশ্য বলেন, "আপনাদের সন্তানদের জন্য প্রধানমন্ত্রী মোদী কত টাকার লোন মাফ করেছেন? একটা টাকাও নয়। কিন্তু উনি আদানা, আম্বানির মত ২৫ জন লোকেদের ১৬ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছেন। কংগ্রেস এবং ইন্ডিয়া জোট প্রতিশ্রুতি দিচ্ছে বিলিনিয়ার ধনকুবের শিল্পপতিদের যে টাকা মোদী সরকার দিচ্ছে, সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। এই ভোটে জেতার পর, আমাদের ইন্ডিয়া সরকার প্রতি মাস আড়াই হাজার টাকা করে ঝাড়খণ্ডের প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবে।"

ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের ইস্তেহারা দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে রাহুল বলেন, "এর পাশাপাশি মাসে ৭ কেজি রেশন ও ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেবে আমাদের সরকার। এখানেই শেষ নয় নতুন স্বাস্থ্য বীমার অধীনে একেবারে গরীব মানুষও যে কোনও ধরনের চিকিতসা ১৫ লক্ষ টাকা অবধি বিনা খরচে করতে পারবে।"

আগামী ১৩ ও ২০ নভেম্বর দু'দফায় ঝাড়খণ্ড বিধানসভায় নির্বাচন হবে। 'ইন্ডিয়া' জোটের অধীনে কংগ্রেস জোট গড়ে লড়ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও বামদলগুলির সঙ্গে।