PM Modi Leaves For Poland (Photo Credit: X)

সম্প্রতি পোল্যান্ড ও ইউক্রেন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পোল্যান্ড থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী মোদীর বিমান পাকিস্তানের আকাশপথ (Pakistan Air Space) ব্যবহার করেছি বলে খবরে প্রকাশ। ভারতে ফেরার পথে মোট ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদীর বিমান, এমন কথাই জানিয়েছে পাকিস্তানের বিমান মন্ত্রক। সকাল ১০টা ১৫ মিনিট থেকে সকাল ১১টা ১ মিনিট পর্যন্ত টানা পাকিস্তানের চিত্রাল, ইসলামাবাদ ও লাহোরের আকাশে ওড়ার, পর ভারতের অমৃতসরের আকাশে ঢোকে মোদীর বিমান। এমন খবর জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বিমান বিদেশের আকাশে ওড়ানোর জন্য আলাদা বিশেষ অনমুতির প্রয়োজন হয় না। কিন্তু পাকিস্তানের অভিযোগ, আকাশপথ ব্যবহার করলেও মোদী নিয়ম মেনে 'গুড উইল' বার্তা দেননি। এই নিয়ে বিতর্ক তৈরি করছে পাকিস্তানের মিডিয়া।

দেখুন খবরটি

বালাকোট এয়ারস্ট্রাইকের পর, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ভারতীয় বিমানের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। তবে দু বছর পর ভারতের বানিজ্যিক বিমানগুলির জন্য আকাশপথ খুলে দেয় পাকিস্তান। সরাসরি ননস্টপ আমেরিকা যুক্তরাষ্ট্র উড়ে যাওয়ার জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারতীয় বানিজ্যিক বিমানগুলি।

প্রসঙ্গত, গত বুধবার তিন দিনের সফরে পোল্যান্ডে যান প্রধানমন্ত্রী মোদী। ৪৫ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্জে সফর করেন। মোদীর পোল্যান্ড ও ইউক্রেন সফরের দিকে চোখ ছিল গোটা বিশ্বর। পুতিনের বন্ধু হয়েও কিভে জেলেনস্কির কাঁধে হাত রেখে ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন মোদী।