নয়াদিল্লিঃ দেশের কর্মসংস্থান নিয়ে যখন বাড়ে-বাড়ে সুর চড়াচ্ছেন বিরোধীরা, তখন গত তিন-চার বছরে দেশে কত নতুন চাকরি হয়েছে তার হিসেব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শনিবার মহারাষ্ট্রে (Maharashtra) ২৯ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধনে করেন। আর সেই মঞ্চ থেকে কর্মসংস্থান নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। জোর গলায় জানান, প্রধানমন্ত্রীর কথায়, "বিগত ৩-৪ বছরে দেশে ৮ কোটি নতুন চাকরি হয়েছে। যারা কর্মসংস্থান নিয়ে মিথ্যা প্রচার করত, তাদেরও চুপ করাতেয়ে এই পরিসংখ্যান যথেষ্ট। যারা মিথ্যা প্রচার করে, তারা বিনিয়োগের শত্রু। শুধু তাই নয়,তারা পরিকাঠামো উন্নয়ন ও দেশের বিকাশেরও শত্রু। এদের উদ্দেশ্য যুব প্রজন্মকে ঠকানো ও কর্মসংস্থান আটকে দেওয়। মানুষ এদের মিথ্যাতে আর কান দিচ্ছে না। এবার সব সত্যি সামনে আসছে।” এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। আমাদের এখন লক্ষ্য হল দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা। সেই কারণেই মুম্বইয়ের আশেপাশের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে। মহারাষ্ট্রে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। এ রাজ্যে দক্ষতায় ভরপুর বর্তমান এবং সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে। আমার লক্ষ্য হল মহারাষ্ট্রকে বিশ্বের বড় আর্থিক 'পাওয়ার হাউস'-এ পরিণত করা। মুম্বইকে গ্লোবাল ফিনটেকের রাজধানী করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।”
STORY | Eight crore jobs created in last 3-4 years; it has silenced those spreading fake narratives: Modi
READ: https://t.co/IEeNr6WGVY pic.twitter.com/LQTU9LFxvf
— Press Trust of India (@PTI_News) July 13, 2024