ইয়োশিহিদে সুগা (Photo Credits: ANI)

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর:  ৮ বছর পর দেশের নতুন নেতা নির্বাচিত হয়ে জাপানের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন ইয়োশিহিদে সুগা (Japanese PM Yoshihide Suga)। তাঁকে আগামীদিনের জন্য শুভেচ্ছা জানাতে এবং লক্ষ্যপূরণে শুক্রবার ইয়োশিহিদেকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দুই রাষ্ট্রনেতার মধ্যে দীর্ঘক্ষণ ফোনে বার্তালাপ হয়। পড়ুন: CAG Report On GST Compensation Cess: জিএসটি-র ক্ষতিপূরণের অর্থ অন্যত্র ব্যবহার করে আইন ভেঙেছে মোদি সরকার, চাঞ্চল্যকর রিপোর্ট ক্যাগের

বিগত কয়েক বছর ধরে ভারত এবং জাপান-একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। দ্বিপাক্ষিক সুসম্পর্কের প্রভাব পড়েছে দু'দেশের অর্থনীতির উপরে। আশা করা যায় যে আগামিদিনেও দুই দেশ একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসা বজায় রেখে দু'দেশের মধ্যেকার সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

এদিকে প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব পাওয়ার পর একগুচ্ছ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ইয়োশিহিদে সুগা। কোভিড পরিস্থিতি সামলানোর পাশাপাশি দেশের বিপর্যস্ত আর্থিক পরিস্থিতিকে উত্তরণের পথে নিয়ে যাওয়াও তাঁর অন্যতম লক্ষ্য।জাপানের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীর পদে ছিলেন শিনজো আবে। দীর্ঘ অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন আবে।