Narendra Modi Conferred with Bhutan's Highest Civilian Award: ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান এনগাদাগ পেল গি খোরলো পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Prime Minister Narendra Modi. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর: ভুটানের (Bhutan) সর্বোচ্চ নাগরিক সম্মান এনগাদাগ পেল গি খোরলো (Ngadag Pel gi Khorlo) পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তাঁকে এই সম্মান দেওয়ার কথা জানিয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর অফিস। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং একটি টুইট বার্তায় বলেছেন, "সর্বোচ্চ অসামরিক অলঙ্করণের জন্য মহামান্য নরেন্দ্র মোদীর নাম উচ্চারণ করতে পেরে আনন্দিত।"

একটি ফেসবুক পোস্টে ভুটানের প্রধানমন্ত্রী বলেছেন, "বছরের পর বছর ধরে, বিশেষ করে মহামারী চলাকালীন নরেন্দ্র মোদীর নিঃশর্ত বন্ধুত্ব এবং সমর্থন তাঁকে এই সম্মান পাওয়ার যোগ্য করেছে তুলেছে। ভুটানের জনগণের পক্ষ থেকে অভিনন্দন। মহামান্যকে একজন মহান, আধ্যাত্মিক মানুষ হিসেবে দেখেছি। ব্যক্তিগতভাবে সম্মান উদযাপনের জন্য মুখিয়ে আছি।"

দেখুন টুইট: 

ভারত ইতিমধ্যেই ভুটানের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় ৫ হাজার কোটি টাকা প্রদান করেছে। এই পরিকল্পনা ২০১৮ সালে শুরু হয়েছিল।