PM Modi(Photo Credit:X)

ট্যাক্সিতে বসে আর জ্যামে আটকে থাকা নয়, এবার এয়ার ট্যাক্সিতে চড়ে আকাশে উড়ে সফর করবে ভারত। সাধ্যের মধ্যে থাকা খরচেই এবার এয়ার ট্যাক্সি (Air Taxi)-তে করে সফর করতে পারবে দেশবাসী।  এমন কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মোদী জানালেন, "দেশের সবার জন্য আকাশ খুলে যাচ্ছে। সবার আকাশে ওড়ার স্বপ্ন সফল হবে।"দিল্লিতে আয়োজিত দ্বিতীয় এশিয়া-প্যাসিফিক অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীস্থানীয় সম্মেলনে এমন দাবিই করলেন মোদী।

সম্প্রতি চিনের কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে এয়ার ট্যাক্সি পরিষেবা শুরু হয়েছে। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ন্ত ট্যাক্সিতে সফর করতে পারছে সেখানকার মানুষ। ওলা বা উবের কিংবা সাধারণ ট্যাক্সির মত চিনে এয়ার ট্যাক্সি আপাতত মসৃণভাবেই পরিষেবা দিচ্ছে। ভারতে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, হায়দারাবাদের মত মেট্রো শহরগুলিতে উড়ন্ত এয়ার ট্যাক্সি চালুর প্রাথমিক পরিকল্পনা শুরু হয়েছে।

দেখুন খবরটি

ভারতের মেট্রো ও বড় শহগুলিতে ট্র্যাফিক জ্যামের সমস্যা প্রশাসনের কাছে বেশ বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন রাস্তা, উড়ালপুল তৈরি করেও ট্র্যাজিক জ্যাম কমানো যাচ্ছে না। এয়ার ট্যাক্সি সেই সমস্যা দূর করতে পারে সহজেই।