PM Modi (Photo Credit: Twitter)

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলের ৫০৮ টি স্টেশনের উদ্বোধনের সময় বিরোধীকে কড়া আক্রমন শানালেন। বিরোধীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, দেশের উন্নতির জন্য বিজেপি যেটাই করতে চায় তাতেই বাধা রয়েছে বিরোধীদের।

রেলের ৫০৮ টি নতুন রুপে সজ্জিত স্টেশনের উদ্বোধনের পর তিনি জানান, "দুঃখজনকভাবে একদল বিরোধী পুরনো মডেলকে এখনও ফলো করছেন।তাঁরা নিজেরাও কিছু করবেন না এবং অপরকেও কিছু করতে দেবেন না"।

"দেশ একটি আধুনিক পার্লামেন্ট বিল্ডিং বানিয়েছে, দেশের গণতন্ত্রের কাছে পার্লামেন্ট একটি চিহস্বরুপ।শাসক এবং বিরোধী পক্ষের তরফ থেকে এিই পার্লামেন্টে প্রতিনিধিত্ব থাকে।কিন্তু বিরোধীদের কিছু অংশ পার্লামেন্টের বিরোধীতা করে।"

এছাড়াও বিরোধীদের আক্রমন করতে গিয়ে তিনি আরও জানান যে " বিগত ৭০ বছর ধরে দেশের বীরদের জন্য একটি ওয়ার মেমোরিয়ালও তৈরি করতে পারেনি।আমরা যখন ওয়ার মেমোরিয়াল তৈরি করলাম , তাঁরা এটাও সমালোচনা করতে লজ্জিত হল না।সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু বিশ্বের মধ্যে সব থেকে উচু স্ট্যাচু।প্রত্যেক ভারতীয় এটা নিয়ে গর্বিত। কিন্তু বড় দলের কোন নেতাই সেটিকে পরিদর্শন করতে আসেননি। কিন্তু নেতিবাচকতা থেকে সরে এসে আমরা লক্ষ্য সামনের দিকে এগিয়ে চলেছি।"

নতুন করে তৈরি করা ৫০৮ টি স্টেশনের জন্য খরচ হচ্ছে ২৫ হাজার কোটি টাকা।সরকারী সূত্র থেকে জানা গেছে ৫০৮ টি স্টেশন যা নতুনভাবে তৈরি করার জন্য বেছে নেওয়া হয়েছে তা ২৭ টি জেলা এবং কেন্দ্র নিয়ন্ত্রনাধীন এলাকা থেকে মধ্যে থেকে নেওয়া হয়েছে। যার মধ্যে ৫৫ টি উত্তরপ্রদেশ এবং রাজস্থানে, ৪৯ টি বিহারে, ৪৪ টি মহারাষ্ট্রে, ৩৭ টি পশ্চিমবঙ্গে, ৩৪ টি মধ্যপ্রদেশে, ৩২ টি অসমে, ২৫ টি ওড়িশায়, ২২ টি পাঞ্জাবে, ২১ টি গুজরাটে, এবং তেলেঙ্গনায়, ২০ টি ঝাড়খন্ডে, ১৮ টি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে, ১৫ টি হরিয়ানা, ১৩ টি কর্ণাটাকে এবং অন্যান্য জায়গায় করা হবে।