৭৭ তম জন্মদিবস উপলক্ষ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে শুভেচ্ছাবার্তা পাঠান তিনি। যেখানে তিনি লেখেন, "শ্রীমতি সোনিয়া গান্ধীকে শুভেচ্ছা জন্মদিবসে। তিনি যেন সুস্থ ও দীর্ঘজীবন পান তার কামনা করি।"
প্রধানমন্ত্রী জন্মদিবসে শুভেচ্ছা পাঠালেন এমন সময় যখন হিন্দি ক্ষেত্রে ৩ টি আসন হারিয়েছে কংগ্রেস। সামনেই লোকসভার নির্বাচন যা হতে আর মাত্র ৬ মাস বাকি। প্রধানমন্ত্রীর পাশাপাশি কংগ্রেস নেত্রীকে শুভেচ্ছা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
তিনি জানান,"জন্মদিবসে কংগ্রেস নেত্রীকে শুভেচ্ছা। প্রান্তিক মানুষদের অধিকারের সপক্ষে লড়াইকারী।আমি তাঁর দীর্ঘ আয়ু এবং স্বাস্থ্য কামনা করি। "
কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি বেনুগোপালের পক্ষ থেকেও জানানো হয়েছে জন্মদিবসের শ্রদ্ধা। এছাড়া শ্রদ্ধা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
কংগ্রেস সভানেত্রীকে শেষবার দেখা গিয়েছে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী শপথ গ্রহন অনুষ্ঠানে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে তেলেঙ্গনা একটিই রাজ্য যেটি কংগ্রেস দখলে নিয়েছে।
"May she be blessed...": PM Modi extends birthday wishes to Sonia Gandhi
Read @ANI Story | https://t.co/hjsBrJK6dz#PMModi #SoniaGandhi #birthday pic.twitter.com/fh9C16uFIH
— ANI Digital (@ani_digital) December 9, 2023