আগামীকাল বারাণসীর (Varanasi) ঐতিহাসিক মণিকর্ণিকা (Manikarnika) ও হরিশচন্দ্র ঘাটের (Harishchandra Ghats) পুনর্গঠনের (redevelopment) ভিত্তিপ্রস্তর স্থাপন (lay the foundation stone) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
সেই উপলক্ষে সেই উঠেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই দুটি প্রাচীন গঙ্গার ঘাট। সংবাদ সংস্থা এএনআই টুইটার পেজে বৃহস্পতিবার বিকেলে ঘাট দুটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আরও পড়ুন: Kedarnath Temple: কেদারনাথ মন্দিরের ভিতর ভিডিয়ো করলে পদক্ষেপ, জানাল পুলিশ
দেখুন ভিডিয়ো:
#WATCH | Uttar Pradesh: PM Modi will lay the foundation stone for the redevelopment of Manikarnika and Harishchandra Ghats in Varanasi tomorrow.
(Visuals from Manikarnika Ghat and Harishchandra Ghat) pic.twitter.com/FU5shRopPc
— ANI (@ANI) July 6, 2023
এপ্রসঙ্গে মণিকর্ণিকা ঘাটের পুরোহিত (Manikarnika Ghat's Purohit) আকাশ পান্ডে বলেন, "প্রাচীন ধর্মগ্রন্থে (old scriptures) মণিকর্ণিকা ঘাটের গুরুত্বের ( importance) কথা উল্লেখ আছে। মণিকর্ণিকা ঘাটের প্রতিটি অংশে ভগবান শিব (Lord Shiva) বাস করেন।"
#WATCH | Uttar Pradesh: Manikarnika Ghat's importance is mentioned in old scriptures. Lord Shiva resides in every particle of Manikarnika Ghat..., says Purohit Manikarnika Ghatt, Aakash Pandey on PM Modi to lay the foundation stone for the redevelopment of Manikarnika and… pic.twitter.com/DGIuwNwyzb
— ANI (@ANI) July 6, 2023