বিহারে মোদীকে স্বাগত জানালেন নীতিশ (ছবিঃX)

PM Modi Rally: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2025) ওপর দেশের আগামী দিনের ক্ষমতার রাজনীতির অনেক কিছু নির্ভর করছে। সেটা বুঝতে পেরে দলের সবচেয়ে বড় সম্পদ নরেন্দ্র মোদী (Narendra Modi) কে নীতীশ কুমারের (Nitish Kumar) রাজ্যের ভোট প্রচারে কার্যত ১০০ শতাংশ ব্যবহার করছে বিজেপি। নভেম্বরে হতে চলা বিহারে দু'দফার ভোটের আগে প্রধানমন্ত্রী মোদী এক ডজন বড় জনসভা করবেন। ২৩ অক্টোবর, ভাইফোঁটার দিন থেকে বিহারে ভোটপ্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী। পটনা, গয়া, মুজাফ্ফরপুর, গয়া, ভাগলপুর, সামস্তিপুর, পূর্ব ও পশ্চিম চম্পারণ, সহস্র ও আরারিয়া জেলায় প্রতিদিন তিনটি করে ব়্যালি করবেন মোদী। আগামী ২৩ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে বিহারের এই জেলাগুলিতে মোট ১২টি জনসভা করবেন মোদী। বেশ কয়েকটি জায়গায় হবে প্রধানমন্ত্রীর রোড শো।

বিহারে ১২দিনের মধ্যে ১২টি সভা মোদীর

এই ১২ দিনের মধ্যে মোদী যে ১২টি সভা করবেন সেগুলি বিহারের ১২২টি বিধানসভা কভার করবে। বিহারে এনডিএ জোটের অধীনের বিজেপি ও জনতা দল ইউনাইটেড ১০১টি করে আসনে প্রার্থী দিচ্ছে। সেখানে এনডিএ জোটের ছোট তিনটি দল- রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (রামবিলাস), হাম ও আরএলএসপি যথাক্রমে ২৯টি, ৬টি করে আসনে প্রার্থী দিয়েছে। ভোটগ্রহণ ৬ ও ১১ নভেম্বর, ফলপ্রকাশ ১৪ নভেম্বর। বিজেপি প্রথম দফায় ৭১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

মহারাষ্ট্র, দিল্লির মত বিহারেও বড় জয়ের লক্ষ্যে বিজেপি

শুধু বিজেপিই নয়, এনডিএ-র বাকি চারটি দল নীতীশের জেডি (ইউ), চিরাগ পাসোয়ানের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (রামবিলাস), জিতন রাম মাঝির হিন্দুস্থান আওয়ামি মোর্চা বা HAM ও উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি-র প্রার্থীদের জন্যও ভোটপ্রচার করবেন প্রধানমন্ত্রী মোদী। বিহারে ২৪৩টি বিধানসভার মধ্যে সবকটিতেই প্রধানমন্ত্রী মোদীর জনসভার কথা পৌঁছে দিতে মরিয়া বিজেপি। মোদী ম্যাজিকেই বিহারে জিততে চাইছে গেরুয়া শিবির। তবে মোদীর পাশাপাশি মহারাষ্ট্র, দিল্লিতে জয়ের পিছনে বড় ভূমিকা নেওয়া দলের হেভিওয়েট প্রচারকদেরও বিহারে ভোটের ময়দানে নামাচ্ছে বিজেপি।

বিহারে মোদীর পর যোগী আদিত্যনাথের প্রচারের দিকে তাকিয়ে রাজ্যস্তরের নেতারা

মোদীর পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভার দিকেও তাকিয়ে বিহার বিজেপি। অমিত শাহ, যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, হেমন্ত বিশ্বশর্মা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীদেরও বিহারে এনডিএ প্রার্থীদের জেতাতে প্রচার করতে দেখা যাবে।