প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দু'দিনের সফরে ভুটান যাচ্ছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের রাজা জিগমে ওয়াংচুক যৌথভাবে এক হাজার ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাৎসাংচু-র দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ভারত ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটির রূপায়ণ করেছে।
প্রধানমন্ত্রী ভুটানের রাজা জিগমে ওয়াংচুকের ৭০-তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেবেন এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দেখা করবেন। থিম্পুর তাশিছোডজং-এ বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে অংশগ্রহণ করবেন এবং পবিত্র স্থানগুলিতে প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী।
এদিকে, ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ আর্য ইতিমধ্যেই জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন থিম্পুতে বিশ্ব শান্তি প্রার্থনা উৎসব হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
ভুটানের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Leaving for Bhutan, where I will attend various programmes. This visit comes at a time when Bhutan is marking the 70th birthday of His Majesty the Fourth King. I will be holding talks with His Majesty the
, His Majesty the Fourth King and Prime Minister Tshering…
— Narendra Modi (@narendramodi) November 11, 2025
আজ ভুটান সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন- 'ভুটানের উদ্দেশ্যে রওনা হচ্ছি, যেখানে আমি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেব। এই সফর এমন এক সময়ে আসছে যখন ভুটান চতুর্থ রাজার ৭০তম জন্মদিন উদযাপন করছে। আমি ভুটানের রাজা, চতুর্থ রাজা এবং প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে আলোচনা করব। আমাদের জ্বালানি অংশীদারিত্বের এক বিরাট অগ্রগতির লক্ষ্যে, পুনাটসাংছু-২ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হবে। এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন প্রাণশক্তি যোগ করবে।'