তৃতীয়বার ক্ষমতায় এসে মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর আগামী শনিবার ডেলওয়ারের উইলনমিংটনে চতুর্থ কোয়াড নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী। আমেরিকার অনুরোধে ভারত আগামী বছর ২০২৫ কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করতে রাজি হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এবছর শীর্ষ সম্মেলনে গত এক বছরে কোয়াড কতখানি অগ্রগতি লাভ করেছে, তা’ পর্যালোচনা করা হবে।এছাড়া তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলিকে তাদের উন্নয়ন লক্ষ্য এবং আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করার জন্য আগামী বছরের জন্য এজেন্ডা নির্ধারণ করবে।
কোয়াড শীর্ষ সম্মেলনের পরে আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে 'সামিট অফ দ্য ফিউচার'-এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি। শীর্ষ সম্মেলনের মূল বিষয় হল ‘একটি ভালো আগামীর জন্য বহুপাক্ষিক সমাধান’। শীর্ষ সম্মেলনে বিপুল সংখ্যক বিশ্ব নেতা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করবেন।
নিউইয়র্কে ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এআই, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর এবং বায়োটেকনোলজির অত্যাধুনিক ক্ষেত্রগুলিতে দুই দেশের মধ্যে বৃহত্তর সহযোগিতা বৃদ্ধির জন্য তিনি নেতৃস্থানীয় ইউএস-ভিত্তিক কোম্পানিগুলির সিইওদের সঙ্গে মিলিত হবেন। প্রধানমন্ত্রী ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বিষয়গুলিতে সক্রিয় চিন্তাশীল নেতৃত্ব এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
Prime Minister @narendramodi will be on visit to US from 21 to 23 September.
PM Modi will take part in fourth Quad Leaders’ Summit in Wilmington, Delaware on September 21. pic.twitter.com/Y7gM4HPxMG
— All India Radio News (@airnewsalerts) September 18, 2024