Modis France Visit Photo Credit: Twitter@ANI

ফ্রান্সের বাস্তিল দিবস (Bastille Day) উদযাপনে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন প্রধানমন্ত্রী। তবে শুধু অনুষ্ঠানে অংশগ্রহণ নয়,  ফ্রান্সের সঙ্গে মজবুত সম্পর্ক গড়তেই দু’দিনের জন্য প্যারিস সফরে (Paris Visit) গেলেন প্রধানমন্ত্রী মোদী।আজ সকালেই তিনি দিল্লি থেকে ফ্রান্সের (France) উদ্দেশে রওনা দেন।বিকেল ৪টে নাগাদ তিনি প্য়ারিসের ওরলি বিমানবন্দরে পৌঁছবেন।এই সফরকালে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং অন্যান্য ফরাসি বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা পর্বের পাশাপাশি অনাবাসী ভারতীয় সম্প্রদায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ সিইওদের সঙ্গেও আলাপ করবেন মোদী৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টেয় প্যারিসে পৌঁছনোর পর সন্ধে সাড়ে ৭টা নাগাদ তিনি ফ্রান্স সেনেটে পৌঁছবেন এবং সেনেট প্রেসিডেন্ট জেরাড লার্চারের সঙ্গে দেখা করবেন। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নের সঙ্গে দেখা করবেন।এরপরে তিনি লা সিয়েন মিউজিক্য়াল অনুষ্ঠানে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখবেন। এরপরে ভারতীয় সময় অনুযায়ী, রাত সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলিজি প্যালেসে পৌঁছবেন। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী মোদীর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করবেন।