নয়াদিল্লি: শনিবার সন্ধ্যায় একটি লিডারশিপ সামিটে যোগ দিয়ে ভারতের অগ্রগতি ও তার পেছনে এনডিএ সরকারের ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। পাশাপাশি নাম না করে কটাক্ষ করলেন কংগ্রেসকে (Congress)।
দেশের অগ্রগতির কথা বলতে গিয়ে মোদি বলেন, "ভারত (India) যে উজ্জ্বল ভবিষ্যতের (better future) পথে এগিয়ে চলেছে তা সম্পর্কে একটা বার্তা দেওয়া গেছে বিশ্বকে। এখন যখন আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে তখন সম্মেলনের থিম হল 'বিয়ন্ড ব্যারিয়ারস' (Beyond Barriers)। ২০২৪ সালের নির্বাচনের ফলাফল বাধা অতিক্রম করবে। ভারত প্রতিটি বাধা অতিক্রম করে চাঁদের (moon) পৃষ্ঠের সেই অংশে অবতরণ করছে যেখানে কেউ পৌঁছায়নি। মোবাইল তৈরিতে (mobile manufacturing) ভারত এগিয়ে রয়েছে। স্টার্ট আপে (start-up) সারা বিশ্বে তিন নম্বরে রয়েছে ভারত।"
#WATCH | "...A message was given to the world that India is moving forward on a path of a better future. Now when there is discussion about the upcoming elections the theme of the summit is 'Beyond Barriers'...2024 election results will be beyond barriers...," says Prime Minister… pic.twitter.com/MehQdZd4SN
— ANI (@ANI) November 4, 2023
বিশ্বব্যাপী তৈরি হওয়া যুদ্ধ পরিবেশ ও হিংসা সম্পর্কে তিনি বলেন, "আগে সন্ত্রাসবাদী হামলার (terror attacks) পর ভারত বিশ্বের কাছে সাহায্যের (help) জন্য আবেদন করত। এখন হামলার পেছনে থাকা দেশগুলো নিজেদের বাঁচাতে বিশ্বের কাছে আবেদন করছে।"
"India is breaking every barrier and landed that part of the surface of the moon where no one has reached...India is leading in mobile manufacturing. India is in the top three in start-up...," says Prime Minister Narendra Modi at the Hindustan Times Leadership Summit
(Source:… pic.twitter.com/4M7NtZ7Etg
— ANI (@ANI) November 4, 2023
নাম না করে গান্ধী পরিবার ও কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, "রাজবংশীয় শাসন (Dynastic rule) এবং স্বজনপ্রীতি (nepotism) ভারতের উন্নয়নে আসল বাধা। গত কয়েক বছরে আমাদের দেশ কিছু বাধা থেকে বেরিয়ে এসেছে। আমরা দেখিয়েছি যে ভালো অর্থনীতি (Good economics) এবং ভালো রাজনীতি (Good politics) একসঙ্গে থাকতে পারে।"
"India used to appeal to the world for help after terror attacks...Now those countries behind the attacks appeal to the world to save them...," says Prime Minister Narendra Modi at the Hindustan Times Leadership Summit
(Source: YouTube handle of PM Narendra Modi) pic.twitter.com/peXWTZ2P95
— ANI (@ANI) November 4, 2023