নয়াদিল্লি: অনুষ্ঠানটা ছিল ভারতের নয়া অত্যাধুনিক আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ভারত মণ্ডপম (India's International Convention Centre-Bharat Mandapam)-এর উদ্বোধন। বুধবার নয়াদিল্লির (New Delhi) প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ড্রোন উড়িয়ে সেটা সারার পর সোজা শুরু হয়ে গেছিল মূল অনুষ্ঠান। প্রথমে মঞ্চের নীচে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পীযূষ গোয়েল, ডঃ জিতেন্দ্র সিং, অভিনেতা আমির খান। অনুষ্ঠান দেখার পর বক্তব্য রাখতে উঠে যেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রচারের ডঙ্কা বাজিয়ে দিলেন নরেন্দ্র মোদি।
নয়া সম্মেলন কক্ষে দাঁড়িয়ে বিশিষ্ট ব্যক্তিদের সামনে বক্তব্য রাখতে গিয়ে সদর্পে ঘোষণা করলেন, "আমার তৃতীয় দফায় (third term) বিশ্বের অর্থনীতিতে তিন নম্বরে (Top three economies in the world) থাকবে ভারত (India).. ইয়ে মোদি কী গ্যারান্টি হ্যায় (Yeh Modi ki guarantee)।" নিজের ৯ বছরের শাসনকালে দেশকে কত উচুঁতে পৌঁছে দিয়েছেন তা বোঝাতে গিয়ে বলেন, "গত ৫ বছরে সাড়ে ১৩ কোটি মানুষ দারিদ্রসীমা (poverty) থেকে উপরে উঠে এসেছেন। আন্তর্জাতিক সংস্থাগুলিও (International agencies) বলছে ভারতে চরম দারিদ্র্য (extreme poverty) শেষ হওয়ার পথে। এই ঘটনা প্রমাণ করে গত ৯ বছরে যে সমস্ত সিদ্ধান্ত ও নীতি (decisions and policies) গ্রহণ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে দেশ সঠিক পথেই (right direction) চলছে।"
ভারত মণ্ডপম-এর মঞ্চ থেকে বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, "কিছু মানুষের মধ্যে ভালো কাজ আটকানোর ও বিরূপ মন্তব্য করার প্রবণতা রয়েছে। যখন কর্তব্য পথ (Kartavya Path) তৈরি করা হচ্ছিল তখন খবরের কাগজগুলিতে অনেক কিছু ব্রেকিং নিউজ হিসেবে আসছিল। এই বিষয়টি আদালতেও পৌঁছে গেছিল, কিন্তু যখন কর্তব্য পথ তৈরি হল তখন সেই মানুষগুলিই বলছে ভালো হয়েছে। আমি নিশ্চিত এই 'টোলি' ('Toli') ভারত মণ্ডপমকেও মেনে নেবে এবং এটাও সম্ভব যে তারা হয়তো কোনওদিন এখানে কোনও সেমিনারে বক্তব্য রাখতেও আসবে। তবে এখানে আমাদের কাজ শেষ, আমরা এবার দিল্লিতে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর (world's largest museum) তৈরি করতে চলেছি।" আরও পড়ুন: Student Suicide In India: ২০২৩-এ ২০, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও অন্য জাতীয় প্রতিষ্ঠানগুলিতে পাঁচ বছরে আত্মঘাতী ৯৮ জন পড়ুয়া