Modi In Brasilia (Photo Credit: X@narendramodi)

ব্রাজিলের রিও-ডি-জেনেইরোতে ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন শেষ করে এবার ব্রাসিলিয়া (Brasilia ) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ব্রাসিলিয়ার একটি হোটেলে পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জমকালো স্বাগত জানানো হয়।নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন প্রবাসী ভারতীয়রা। প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে হাতজোড় করে প্রণাম করেন প্রধানমন্ত্রী মোদী। প্রবাসী ভারতীয়দের আতিথেয়তায় রীতিমতো আপ্লুত প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে সেই স্বাগত অনুষ্ঠানের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

ব্রাসিলিয়ার হোটেলে আধ্যাত্মিক অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-

প্রবাসী ভারতীয়দের স্বাগত অনুষ্ঠানে মুগ্ধ প্রধানমন্ত্রীর পোস্টঃ

বিমানবন্দরে বাটালা মুন্ডো ব্যান্ড (Batala Mundo band ) এর পারফর্মেন্সের কথাও তিনি তাঁর এক্স হ্যান্ডেলে তুলে ধরেন। তিনি লেখেন- ব্রাসিলিয়া বিমানবন্দরে, বাটালা মুন্ডো ব্যান্ডটি কিছু চমৎকার সুর বাজায়। তাদের এই প্রচেষ্টা বিশ্বব্যাপী আফ্রো-ব্রাজিলিয়ান পারকাশন, বিশেষ করে ব্রাজিলের সালভাদর দা বাহিয়া থেকে আসা সাম্বা-রেগে সঙ্গীত প্রচারের জন্য অনন্য।

বাটালা মুন্ডো ব্যান্ডের পারফর্মেন্সে মুগ্ধ প্রধানমন্ত্রী