PM Modi Raise Mandir Attack In Aus Issue: অস্ট্রেলিয়ায় বিগত কয়েক সপ্তাহে একের পর এক মন্দিরে হামলা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সামনে এবার সেই প্রসঙ্গ উত্থাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ অ্যান্থনি অ্যালবানিজের (Australian PM Anthony Albanese) কাছে সাম্প্রতিককালে অস্ট্রেলিয়ার মন্দির গুলোতে হওয়া হামলার বিষয়টি উত্থাপন করেছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সামগ্রিক বন্ধন প্রসারিত করার লক্ষ্যেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা চাইয়েছেন মোদী (Narendra Modi)।
এদিন মিডিয়া বিবৃতিতে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, এটি ভীষণই দুঃখের বিষয় যে গত কয়েক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার মন্দির গুলোতে একাধিক হামলার খবর আসছে। আর স্বাভাবিকভাবেই এই ধরণের খবর সকল ভারতবাসীদেই উদ্বিগ্ন করে তুলছে।
অস্ট্রেলিয়ার মন্দির হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...
#WATCH | PM Modi says Australian PM Albanese has assured the safety of the Indian community after reports of attacks on temples pic.twitter.com/20swtPDZWk
— ANI (@ANI) March 10, 2023
মিডিয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এদিন মোদীর আরও সংযোজন, ‘এই বিষয়ে আমি নিজের অনুভূতি এবং উদ্বিগ্নতা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজকে জানিয়েছি। এবং তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তার তাঁর কাছে বিশেষ অগ্রাধিকার পাবে’।