রতন টাটা এবং নরেন্দ্র মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ উৎসবের মাঝে দেশজুড়ে বিষাদের সুর। প্রয়াত শিল্পপতি রতন টাটা(Ratan Tata)। বুধবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে(Breach Candy Hospital) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পজগতের মহীরুহ। রতন টাটার মৃত্যুতে শোকস্তবদ্ধ গোটা দেশ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi), রাহুল গান্ধী(Rahul Gandhi) সহ একাধিক গুণীজনেরা। মৃত্যু সংবাদ পেয়ে নিজের এক্স হ্যান্ডেলে রতন টাটার সঙ্গে ছবি পোস্ট করে মোদী লিখেছেন, "রতন টাটা একজন দূরদর্শী এবং অসাধারণ মানুষ ছিলেন। ভারতের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এত বছর ধরে স্থিতিশীল নেতৃত্ব প্রদান করে গিয়েছেন তিনি।

তাঁর নম্রতা এবং অটল অঙ্গীকারের আমাদের সমাজকে আরও উন্নতির পথে নিয়ে গিয়েছে।" রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "রতন টাটা ছিলেন দূরদর্শী একজন মানুষ। ব্যবসা এবং সর্বত্রই তিনি স্থায়ী চিহ্ন রেখে গিয়েছেন তিনি। তাঁর পরিবার এবং টাটা গোষ্ঠীর প্রতি আমার সমবেদনা।" রতন টাটার প্রয়াণে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, "রতন টাটার মৃত্যুতে আমি শোকাহত। তিনি ছিলেন ভারতীয় শিল্পের এক বিশিষ্ট ব্যক্তিত্ব।"

রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ মোদী থেকে রাহুলের

রাহুল গান্ধীর পোস্ট

রাজনাথ সিংয়ের পোস্ট