প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৯ এপ্রিল: করোনাকালে রাজ্যজুড়ে চলছে বিধানসভার নির্বাচন। এরমধ্যে লকডাউন হলে তো সমস্যা বাড়বে। তবে করোনা পরিস্থিতি নিয় বিভিন্ন রাজ্যর মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন লকডাউন আর হচ্ছে না। তবে নাইট কার্ফিউ জারি হতে পারে। রাত ৯টা বা দশটা থেকে পরের দিন ভোর পাঁচটা বা সকাল ছটা পর্যন্ত চলবে এই কার্ফিউ। এর পোশাকি নাম করোনা কার্ফিউ। প্রয়োজন বুঝে মাইক্রো কনটেনমেন্ট জোনও হতে পারে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “মাইক্রো কনটেনমেন্ট জোন করা দরকার। রাত্রিকালীন কার্ফিউ বলবৎ করা হয়েছে। এতে কাজকর্মের তেমন লোকসান হয় না। একে করোনা কার্ফিউ বলা যেতে পারে।” আরও পড়ুন-Narendra Modi: আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ‘টিকা উৎসব' পালন করার সিদ্ধান্ত নরেন্দ্র মোদির

ইতিমধ্যেই করোনা পরিস্থিতি বিবেচনা করে মধ্যপ্রদেশ ও দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যে নাইট কার্ফিউ জারি হয়েছে। পশ্চিমবঙ্গেও হু হু করে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে থেকেই বৈঠক করে বেসরকারি হাসপাতালগুলিতে ৪৮ ঘণ্টার মধ্যে বেড বাড়ানোর নির্দেশিকা জারি করেছেন। সরকারি দপ্তরের ৫০ শতাংশ কর্মীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন নারায়ণ স্বরূপ নিগম। যেসব জেলায় গত চার দফায় ভোটপর্ব মিটেছে সেইসব জায়গায় জেলাশাসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে খুব শিগগির করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।