![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2024/02/PM-Modi-380x214.jpg)
ইউপিএ নেতৃত্বাধীন শ্বেত পত্র (White Paper) দেশে সামনে সত্য তুলে ধরেছে। পূর্বের সরকারকে বিঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, পূর্বের সরকারের শীর্ষ নেতৃত্বের দুর্নীতির কারণে বিশ্ব জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছিল।
একটি বিজনেস সামিটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জানান, "২০১৪ সালের আগে নেওয়া নীতি গুলি দেশকে দারিদ্রতার দিকে নিয়ে যাচ্ছিল এবং বাজেট সেশনে সেই উপলক্ষ্যে সংসদে শ্বেতপত্র প্রকাশ করা হল। "
তিনি আরও জানান যে সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করার তার সরকারের অন্যতম পরিচয় হয়ে দাঁড়িয়েছে। উন্নত প্রযুক্তির অর্ন্তভুক্তিকরন এবং ব্যবস্থায় স্বচ্ছতার মাধ্যমে দেশের রাজকোষও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, ডিরেক্ট বেনিফিট স্কীমের মাধ্যমে সরকারের ৩.২৫ লক্ষ কোটি টাকা সরকার রক্ষা করতে পেরেছে। এছাডা় তিনি শুধু বর্তমান প্রজন্মের নন ভবিষ্যত প্রজন্মের কাছে দায়ী বলে জানান তিনি।
বিশ্ব আজ ভারতকে বিশ্বাস করে। প্রত্যেক ডেভলপমেন্ট এক্সপার্ট বিগত ১০ বছরে ভারতের পরিবর্তন নিয়ে চর্চা করে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, ভারত দ্রুত গতিতে কাজ করবে এটা মোদীর গ্যারান্টি।
"White Paper has presented entire truth before country": PM Modi
Read @ANI Story | https://t.co/k45HRS61fZ#PMModi #WhitePaper #BJP pic.twitter.com/Ds79UneXHh
— ANI Digital (@ani_digital) February 9, 2024