RSS Leader (Photo Credit: Twitter)

আজ স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৯-তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণে প্রকাশ্যে আরএসএসের ভূয়সী প্রশংসা করেন তিনি। নিজের ভাষণে মোদী সাফ জানালেন, বিশ্বের সবচেয়ে বড় এনজিও হল আরএসএস। তিনি বলেন, ১০০ বছর ধরে একইরকম নিষ্ঠা এবং সমর্পণের সঙ্গে দেশের সেবা করে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। দেশ গঠনে, নাগরিক গঠনে আরএসএসের ভূমিকা অনস্বীকার্য।

এবছর শতবর্ষ আরএসএসের। তার আগে এদিন লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, দেশের দরকারে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে সংঘ। ১০০ বছর ধরে নিষ্ঠা-সমর্পণের সঙ্গে দেশসেবা করে চলেছে আরএসএস। এটাই বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন।