Modi flags off five Vande Bharat trains photo Credit: Twitter@ANI

আজ থেকে তিন দিনের ঝাড়খন্ড গুজরাত ওড়িশা সফর শুরু করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমেই তিনি আজ ঝাড়খন্ড যাবেন, সেখানে টাটানগর জংশন রেল স্টেশন থেকে টাটানগর – পাটনা , দুমকা- হাওড়া গয়া -হাওড়া ,রাউরকেল্লা -হাওড়া সহ মোট ছটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করবেন। এছাড়া সেই স্টেশন থেকেই প্রধানমন্ত্রী ৬৬০ কোটি টাকা বাজেটের একাধিক রেল প্রকল্পের শিলান্যাসও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। নতুন ও অত্যাধুনিক বন্দেভারত এক্সপ্রেস ট্রেনগুলি চালু হলে এইসব রুটে যোগাযোগের উন্নতি হবে। দেওঘরের বৈদ্যনাথ ধাম, বারাণসীতে কাশি বিশ্বনাথ মন্দির এবং কলকাতায় কালীঘাট ও বেলুড় মঠের মতো তীর্থস্থানগুলিতে দ্রুত যাতায়াতের সুবিধা মিলবে যা ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে জোয়ার আনবে। এছাড়া ধানবাদে কয়লা খনি সংশ্লিষ্ট শিল্প কলকাতায় পাট শিল্প এবং দুর্গাপুরে লৌহ ইস্পাত ও তার সঙ্গে যুক্ত শিল্পগুলির উন্নয়নে বিশেষ সহায়ক হবে।

রেল সংক্রান্ত কর্মসূচীর পর এদিন দেড় কিলোমিটার রোড শো করবনে প্রধানমন্ত্রী। রোড শো শেষে জামশেদপুরে গোপাল ময়দানে তিনি এক জন সমাবেশে ভাষণ দেবেন।এছাড়াও  জামশেদপুরে এক অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্ট প্রথম কিস্তির টাকা হস্তান্তর করবেন। রাঁচিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান যে প্রধানমন্ত্রী রাজ্যের কুড়ি হাজার প্রাপকের হাতে প্রকল্পের মঞ্জুরী পত্র তুলে দেবেন, পাশাপাশি ৫০০০ কোটি টাকার বেশি অর্থ প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করা হবে।

সকালে তিন রাজ্যের সফর শুরু করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন,যেখানে তিনি বলেন-  "ঝাড়খণ্ডের দ্রুত উন্নয়নের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আজ সকাল ১০টার দিকে, আমি টাটানগরে ছয়টি 'বন্দে ভারত' ট্রেনের ফ্ল্যাগ অফ করার পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অনেকের উদ্বোধন করার সুযোগ পাব। এটি ছাড়াও, আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ-এর সুবিধাভোগীদের সাথে সম্পর্কিত প্রোগ্রামের অংশ হব।"

দেখুন প্রধানমন্ত্রীর টুইট-