Photo Credits: ANI

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বলেছেন, এনডিএ সরকার বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকেমুক্ত করতে প্রতিশ্রুবদ্ধ। তিনি গতকাল বিহারের  পূর্নিয়ায় শিশা বাড়িতে এক জনসভায় বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের জন্যই সীমাঞ্চল ও পূর্ব ভারতের জনবিন্যাসের সমস্যাদেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে যেডেমোগ্রাফি মিশন গঠনের কথা তিনি ঘোষণা করেছিলেন, সেকথারওউল্লেখ করেন শ্রী মোদী। বাইট ইন্ট্রুডার  আরজেডি ,  কংগ্রেস সহ বিরোধী দলগুলির সমালোচনা করে  প্রধানমন্ত্রী বলেন, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য এরা অনুপ্রবেশকারীদেরআশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে।তবেঅনুপ্রবেশকারীদের দেশ ছাড়তেই হবে। সবধরনেরঅনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং দেশ তার প্রত্যক্ষসুফল লাভ করবে বলেও আশ্বাস দেন শ্রী মোদী। এর আগে প্রধানমন্ত্রী গতকাল  বিহারের  পূর্নিয়াজেলায় ৪০ হাজার কোটিটাকার  বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।পাশাপাশি পূর্নিয়া বিমানবন্দরের নিউ সিভিল এনক্লেভে নব নির্মিত ইন্টারিম টার্মিনাল ভবন  এবং জাতীয় মাখানাবোর্ডেরও উদ্বোধন করেন। চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে এই বোর্ডের ঘোষণা করা হয়।  জনসভায় শ্রী মোদী বলেন, এই বোর্ড, মাখানা উৎপাদন, ব্র্যান্ড ডেভলপমেন্ট, নতুন প্রযুক্তির ব্যবহার, ফসল সংগ্রহের পরবর্তী সময়ে ব্যবস্থাপনা আরো সুদৃঢ় করার লক্ষ্যে  রপ্তানী সহ নানা দিক পর্যালোচনা করবে। জনসভায়প্রধানমন্ত্রী আরও  বলেন, বিহারবাসীর জীবন আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ করেতুলতে ডাবল ইঞ্জিন সরকার নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে।  পূর্নিয়ার জনসভায়প্রধানমন্ত্রী,  সদ্য ঘোষিত  জি এস টি সংস্কারের উল্লেখ করে বলেন, দীপাবলি,ছট সহ আসন্ন উৎসবের মরশুমে এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র  আরো সস্তা হবে। বাচ্চাদের জামাকাপড় ও জুতোর দামকমার ফলে সেগুলি কেনা সহজ হবে। রান্নাঘরের সরঞ্জাম, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী, টুথপেস্ট,সাবান, শ্যাম্পু সহ অত্যাবশ্যক পণ্যের দামও কমবে। কোন সরকার যখন দরিদ্রদের উন্নতিও  সেবায়  নিয়োজিত, তখন এ ধরণের  ইতিবাচক পদক্ষেপ নিয়ে থাকে বলেও উল্লেখ করেন তিনি।