সঙ্গমে ডুব দিলেন নরেন্দ্র মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ত্রিবেণী সঙ্গমে(Triveni Sangam) ডুব দিয়ে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বুধ সকালেই মহাকুম্ভে(Mahakumbh) পৌঁছন মোদী। তারপর বোটে চেপে ত্রিবেণী সঙ্গমের দিকে যাত্রা শুরু করেন। সঙ্গমে পৌঁছে গেরুয়া বসন পরে পুণ্য স্নান সারেন নমো। আর এরপরই এক্স হ্যান্ডেলে নমো লেখেন, "আামার মহাকুম্ভে যাওয়ার এবং পুণ্য স্নান করার সৌভাগ্য হয়েছে। মা গঙ্গার আশীর্বাদ পেয়ে ভীষণ শান্তি লাগছে। দেশবাসীর কল্যাণের জন্য আমি মা গঙ্গার কাছে প্রার্থনা করেছি। হর হর গঙ্গা।" এদিন পুণ্য স্নানের পরে আরতি পুজোয় অংশগ্রহণ করেন মোদী।

মহাকুম্ভে পুণ্য স্নান সারলেন মোদী, অভিজ্ঞতা কেমন?

এদিন কুম্ভে মোদীর ছায়াসঙ্গী হিসেবে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। বুধ সকালেই প্রয়াগরাজ পৌঁছন নরেন্দ্র মোদী। এরপর কুম্ভে পৌঁছে পবিত্র ত্রিবেণী সঙ্গমের দিকে যাত্রা শুরু করেন। সঙ্গমে ডুব দিয়ে রুদ্রাক্ষের মালা জপ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। যদিও দিল্লি নির্বাচনের দিনে মোদীয় কুম্ভ যাত্রায় রাজনৈতিক স্বার্থের গন্ধ পাচ্ছে বিরোধীরা। অন্যদিকে গেরুয়া শিবিরের যুক্তি,আজ মাঘী অষ্টমী তিথি। পুরাণ অনুযায়ী, আজই প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। সেজন্যই পুণ্যস্নানের জন্য আজকের দিনটা বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।

সঙ্গমে ডুব দিয়ে দেশবাসীকে কী বার্তা দিলেন মোদী?