Photo Credit: PMO

নয়াদিল্লি: চিনের মদত থাকা সত্ত্বেও ব্রিকসের অন্তর্ভুক্ত হতে পারেনি বাংলাদেশ (Bangladesh)। এরপর থেকে সরকারি স্তরে এই বিষয়ে ভারতের নামে কোনও দোষারোপ না করা হলেও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে বাংলাদেশি ইউটিউবারদের অনেকের করা ভারতকে নিয়ে বিভিন্ন দিক থেকে কটাক্ষ করার রিলস, শর্টস বা বিরক্তিকর বড় ভিডিয়ো। এমনকী সম্প্রতি ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হওয়ার কারণে নাকি ভারত বেঁচে গেছে এমন কথাও কেউ কেউ বলছেন।

এমন আবহাওয়ায় ভারতের আহ্বানে বিশ্বের গুরুত্বপূর্ণ জি ২০ গোষ্ঠীর (G20 Summit) শীর্ষ বৈঠকে যোগ দিতে দিল্লিতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Sheikh Hasina)। আর এসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে বৈঠক করলেন।

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ( India-Bangladesh bilateral cooperation) শক্তিশালী (strengthen) করার পাশাপাশি আরও কী কী ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্ক বাড়ানো যেতে পারে তার সম্ভাবনা নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানরা নিজেদের মধ্যে যোগাযোগের উন্নতি, সংস্কৃতির মেলবন্ধন ও দু-দেশের জনগণের সখ্যতা বাড়াতে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়ে সহমত হয়েছেন।