PM Narendra Modi (Photo Credit: ANI/X)

পটনা, ৩০ মে: অপারেশন সিঁদুরের পর দেশের একের পর এক রাজ্যে সরকারী প্রকল্পের উদ্বোধন থেকে রোড শো করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নিজের রাজ্য গুজরাট থেকে বাংলার আলিপুরদুয়ারে সফর করছেন মোদী। এরই মাঝে ভোটমুখি বিহারে আচমকা হাজির মোদী। না, ভোটপ্রচার বা সরকারী সফরে নয়। প্রধানমন্ত্রী মোদী হাজির দলীয় নেতার ছেলের বাগদান বা এনগেজমেন্টে। বৃহস্পতিবার রাতে পটনায় বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা (Vijay Sinha)-র ছেলের বিয়ে সংক্রান্ত অনুষ্ঠানে উপস্থিত থাকলেন খোদ প্রধানমন্ত্রী (PM Modi)। নবদম্পতিকে আর্শীবাদ করলেন মোদী।

পটনায় হাজির মোদী

এই বিয়েতে হাজির ছিলেন বিহারের বিভিন্ন মন্ত্রী,বিজেপি নেতারাও। প্রধানমন্ত্রীর সরকারী সফরসূচিতে ছিল না বিহারের উপমুখ্যমন্ত্রীর ছেলের বাগদানে উপস্থিত থাকার বিষয়টি। কিন্তু ব্যক্তিগত সৌজন্যের খাতিরে প্রধানমন্ত্রী সেই বিয়ের অনুষ্ঠানে যান।

উপমুখ্যমন্ত্রীর বিয়ের বাগদান অনুষ্ঠানে হাজির খোদ প্রধানমন্ত্রী

 

বিহারে নীতীশের সরকারে বিজেপির দুই নেতা উপমুখ্যমন্ত্রী আছেন

প্রসঙ্গত, বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভায় দুজন উপমুখ্যমন্ত্রী আছেন। দুজনেই বিজেপির। তাঁদের মধ্যে একজন হলেন সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। জোর জল্পনা, বিহার বিধানসভায় ভাল করতে পারলে মহাারষ্ট্রে একনাথ শিন্ডের মত নীতীশ কুমারকে সরিয়ে দলের কাউকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি। আর সেই দৌড়ে এখন সমানে সমানে আছেন সম্রাট ও বিজয়।