দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর। বুধবার অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজের এক্স হ্যান্ডেলে প্রাক্তন প্রধান বিষয়ে লিখতে গিয়ে তিনি জানান যে, বাজপেয়ীর নেতৃত্বে দেশ ভালোভাবে লাভবান হয়েছে।তিনি জানান, " অটল বিহারী বাজপেয়ীর পুণ্যতিথিতে ১৪০ কোটি ভারতবাসীর সঙ্গে আমিও যুক্ত হলাম শ্রাদ্ধাজ্ঞাপনে। ভারত তাঁর নেতৃত্ব থেকে ভালভাবে লাভবান হয়েছে। দেশের উন্নতির ক্ষেত্রে তিনি একটি গুরুত্বুূর্ণ ভূমিকা নিয়েছেন যা ২১ শতকে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে"।
গোয়ালিওরে ১৯২৪ সালে জন্ম হওয়া অটল বিহারী বাজপেয়ী বিজেপির অন্যতম গুরুত্ব মুখ হিসেবে পরিচিত ছিলেন। এবং প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
১৯৯৬ সালের ১৬ মে থেকে ১ মে ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এবং পরবর্তীতে ১৯ মার্চ ১৯৯৮ সাল থেকে ২২ মে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এছাড়া ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ে ক্যাবিনেটে বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন তিনি।
২০১৮ সালে অগাস্টের ১৬ তারিখে দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী।২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ২৫ শে ডিসেম্বরকে গুড গভর্নন্স ডে হিসেবে পালন করা হয়।
“India benefitted greatly from his leadership”: PM Modi pays tributes to Vajpayee on his death anniversary
Read @ANI Story | https://t.co/QKSolBTWoq#PMModi #AtalBihariVajpayee #SadaivAtal pic.twitter.com/4y2IAcMCo5
— ANI Digital (@ani_digital) August 16, 2023