Modi On Medical Seat Photo Credit: X@ANI

আজ গোটা দেশ তার ৭৮তম স্বাধীনতা দিবস (Independence Day 2024) উদযাপন করছে। ঐতিহাসিক লাল কেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরে জাতির উদ্দেশে এটি তার টানা ১১তম ভাষণ। তাঁর বক্তৃতার সময় প্রধানমন্ত্রী বলেন যে ২০৪৭এ বিকশিত ভারত-এর স্লোগান কেবল একটি শব্দ নয়, ১৪০ কোটি নাগরিকের স্বপ্ন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের চিকিৎসা খাতকে আরও শক্তিশালী করার জন্য তাঁর সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।

আগামী ৫ বছরে দেশে ৭৫ হাজার নতুন মেডিকেল পদ 

এই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে আগামী ৫ বছরে দেশে ৭৫০০০  নতুন মেডিকেল পোস্ট তৈরি করা হবে। প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে বলেছিলেন যে 'ছাত্ররা বিদেশে চিকিৎসা শিক্ষার জন্য লাখ কোটি টাকা খরচ করে। প্রায় ২৫ হাজার যুবক বিদেশে চিকিৎসা শিক্ষার জন্য বিভিন্ন দেশে যায়। এসব শিক্ষার্থীদের কথা ভেবেই  আগামী ৫ বছরে মেডিকেল খাতে ৭৫ হাজার নতুন আসন তৈরি করা হবে। গত ১০ বছরে মেডিকেল আসন সংখ্যা প্রায় ১ লাখে উন্নীত হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।