অপেক্ষার অবসান। অবশেষে কলকাতা মেট্রোর ৩ সম্প্রসারিত রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শিয়ালদহ-এসপ্ল্যানেড, নোয়াপাড়-এয়ারপোর্ট (জয় হিন্দ), বেলেঘাটা-রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) মেট্রো স্টেশনগুলি চালু হওয়ার মাধ্যমে মোট ৩৯ কিলোমিটার সম্প্রসারণ হল। এর আগে কলকাতা মেট্রো ২৮ কিলোমিটার বিস্তৃত ছিল। আগামী দিনে আরও ২২ কিলোমিটার সম্প্রসারণ হবে। সবমিলিয়ে পুজোর আগে রাজ্যবাসীর জন্য বড় উপহার দিল কেন্দ্র সরকার। শুক্রবার বিকেলে কলকাতায় এসে যশোর রোড মেট্রো স্টেশন থেকে তিনটি রুটের উদ্বোধন করেন তিনি।
মেট্রো কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী
এই তিনটি রুট উদ্বোধনের মাধ্যমে আজ ১৪ কিলোমিটার নতুন মেট্রো পথ চালু হল, যার মধ্যে রয়েছে ৭টি আধুনিক স্টেশন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলের রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য ও কলকাতা মেট্রো ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন সবুজ পতাকা নেড়ে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারপর আধিকারিকদের সঙ্গে তিনটি রুট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
দেখুন ভিডিয়ো
Kolkata, West Bengal: Prime Minister Narendra Modi inaugurated the Sealdah–Esplanade section of the Green Line and the Beleghata–Hemanta Mukhopadhyay section of the Orange Line, inaugurated the new subway at Howrah Metro Station, and laid the foundation stone for the six-lane… pic.twitter.com/JM31Avuy6A
— IANS (@ians_india) August 22, 2025
উন্নত হবে কোনা এক্সপ্রেসওয়ে
এদিন মেট্রো রুট উদ্বোধনের পাশাপাশি ৫ হাজার ২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে ৬ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী বলেন, “আজ আবার বাংলার এক উন্নয়মমূলক প্রকল্পের অংশ হতে পারলাম। কলকাতা মেট্রো উন্নত হচ্ছে। সর্রোপরি কলকাতার গণ পরিবহণ আগের থেকে অনেকটাই উন্নত হল। ভারত পৃথিবীর তৃতীয় অর্থনীতির দিকে এগোচ্ছে। সেখানে কলকাতা, দমদমের পরিবহণ ব্যবস্থার ভূমিকা অনেকটা বেশি”।