PM Modi Chairs Defence Meeting on Sunday (Photo Credits: X)

নয়াদিল্লি, ১১ মেঃ শনিবার সন্ধ্যায় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির (India Pakistan Ceasefire Deal) ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সংঘর্ষ থামিয়ে দুই দেশকে মধ্যস্থতায় এনেছে হোয়াইট হাউস। তবে সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সীমান্ত এলাকায় একাধিক পাক ড্রোন দেখা যায়। শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দও। পাকিস্তানের ছোঁড়া ড্রোন (Pakistani Drone) প্রতিহত করতে অস্ত্র ধরে ভারতও। এবারও রুখে দেওয়া গিয়েছে পাক হামলা। একদিকে সংঘর্ষ বিরতি, অন্যদিকে তা লঙ্ঘন করে ইসলামাবাদের হামলা সব মিলিয়ে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। আজ রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী।

তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নয়া দিল্লিতে ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি আবাসনে বসেছে বৈঠক। সেখানে আরও রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (NSA Ajit Doval)। বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, সীমান্তের উন্নয়ন এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে কী কী পদক্ষে করা উচিৎ এই সকল কিছু নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।